ষষ্ঠ বোলারের ভূমিকায় কি এ বার কোহলী ছবি: টুইটার
বল করার জন্য ক্রমশ তৈরি হচ্ছেন বিরাট কোহলী। নিউজিল্যান্ড ম্যাচের আগে শনিবার যে সাংবাদিক সম্মেলন করলেন, তাতে আরও একবার বুঝিয়ে দিলেন, বল করার জন্য তিনি ছটফট করছেন। বললেন, ‘‘আমরা প্রথমে বল করলে হয়তো দেখবেন আমিও ১-২ ওভার বল করছি’’।
ভারতীয় দলে ষষ্ঠ বোলার কে হবেন তা নিয়ে একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। হার্দিক পাণ্ড্য আগের ম্যাচে ফিল্ডিং করতেই নামেননি। পাঁচ বোলারেই খেলতে হয়েছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে কোহলী বলেন, ‘‘যে দলে ছ-সাত জন বোলার থাকে তারা কি কখনও হারে না। আগের ম্যাচে আমাদের কোনও জায়গা ছিল না ষষ্ঠ বোলার নিয়ে আসার। প্রথমে বল করলে হয়তো দেখবেন আমিই ১-২ ওভার বল করছি।’’
তবে কি চলতি বিশ্বকাপে ফের বোলার বিরাটকে খুঁজে পাবেন সমর্থকরা। বিশ্বকাপের আগে নেটে বল করতে দেখা গিয়েছে কোহলীকে। প্রস্তুতি ম্যাচেও হাত ঘুরিয়েছেন তিনি।
পাকিস্তান ম্যাচে হার্দিকের কাঁধে চোট লেগেছিল। সেই চোট সেরে গিয়েছে বলে জানালেও তিনি কবে ফের বল করবেন সেই বিষয়ে কিছু বলতে পারেননি ভারত অধিনায়ক। তাই তাঁকেই কি এ বার বল হাতে দেখা যাবে। যদিও ষষ্ঠ বোলার হিসাবে শার্দুল ঠাকুর তাঁদের পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছেন কোহলী।
পাকিস্তানের বিরুদ্ধে একটিও উইকেট পায়নি ভারতের বোলিং আক্রমণ। বুমরা থেকে শুরু করে শামি, সবাই ব্যর্থ। যদিও কোনও এক জনের উপরে দায় চাপাতে নারাজ কোহলী। তিনি বলেন, ‘‘আমরা দল হিসাবে ব্যর্থ হয়েছি। কোনও এক জনের দোষ নয়। যে ভুল আমরা আগের ম্যাচে করেছি সেই ভুল শুধরে পরের ম্যাচে নামব।’’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই দলের অভিজ্ঞ বাঁ-হাতি জোরে বোলার ট্রেন্ট বোল্ট হুঙ্কার দিয়েছেন, শাহিন আফ্রিদির মতো তিনিও প্রথমে উইকেট তোলার চেষ্টা করবেন। এই প্রশ্ন করা হলে তার জবাবে কোহলী বলেন, ‘‘বোল্টের হয়তো কোনও পরিকল্পনা রয়েছে। তবে আমরা ওর বিরুদ্ধে অনেক খেলেছি। তাই ওকে কী ভাবে পাল্টা আক্রমণ করা যায়, সেই চেষ্টা করব।’’