কাকে কাকে দলে নিতে বললেন গাভাসকার ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর থেকেই ভারতীয় দলের প্রথম এগারোয় পরিবর্তনের কথা বলছেন প্রাক্তন ক্রিকেটাররা। এ বার নিজের মত জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, কোহলীদের দলে দু’টি ক্ষেত্রে বদল আনতে হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ‘‘যদি পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে চোট পাওয়ায় হার্দিক পাণ্ড্য বল করতে না পারে তা হলে মুম্বই ইন্ডিয়ান্স দলে ওর সতীর্থ ঈশান কিশনকে সুযোগ দেওয়া উচিত। ও খুব ভাল ছন্দে রয়েছে।’’
পাকিস্তানের বিরুদ্ধে খারাপ বল করেছেন ভুবনেশ্বর কুমার। তাই তাঁকেও বদলের কথা বলেছেন সানি। তিনি বলেন, ‘‘ভুবনেশ্বরের বদলে শার্দুল ঠাকুরকে নেওয়া যেতে পারে।’’ সম্প্রতি ছোট ফরম্যাটে ব্যাট-বলে ভাল পারফর্ম করছেন শার্দুল। তাই হয়তো ভুবির আগে তাঁকে নেওয়ার কথা বলছেন গাওস্কর।
তবে দু’-এক জায়গা ছাড়া বদলের তেমন প্রয়োজন নেই বলেই মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘খুব বেশি বদল করলে প্রতিপক্ষ ভাববে দল ভয় পেয়েছে। ভারত খুব শক্তিশালী দল। একটা ম্যাচ হারলেও পরের চার ম্যাচ জিতে সেমিফাইনাল ও তার পরে ফাইনালে যাওয়ার ক্ষমতা এই দলের রয়েছে। তাই খুব বেশি বদল করার প্রয়োজন নেই।’’