স্পিনের কামাল দেখালেন সোধি ছবি: টুইটার থেকে।
ভারতের বিরুদ্ধে টি২০-তে সব থেকে সফল বোলার তিনি। রবিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও বিরাট কোহলী ও রোহিত শর্মার দু’টি বড় উইকেট নিয়েছেন সোধি। কী মন্ত্রে ভারতের বিরুদ্ধে এই সাফল্য, জানালেন কিউয়ি স্পিনার।
খেলা শেষ হওয়ার পরে সাক্ষাৎকারে সোধি বলেন, ‘‘খেলার আগেই আমরা পিচ দেখতে পেয়েছি। আগের দিনের থেকেও উইকেট মন্থর ছিল। তাই আমাদের পরিকল্পনা ছিল টস জিতলে বল নেব। সেটাই হয়েছে। উইকেটে খুব বেশি বল ঘুরছিল না। কিন্তু ধীরে বল করলে খেলতে সমস্যা হচ্ছিল। সেটাই করেছি। পরিকল্পনা কাজে লেগেছে। বাকি বোলাররাও খুব সাহায্য করেছে।’’
ভারতের বিরুদ্ধে ১৩ টি২০ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন সোধি। তাঁর বোলিং গড় ১৭.৯৪। ওভার পিছু রান দিয়েছেন ৭.২৫। ভারতের বিরুদ্ধে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ১৮ রান দিয়ে ৩ উইকেট। রবিবারও ভারতের বিরুদ্ধে নিজের ফর্ম বজায় রাখলেন সোধি।