দ্বিতীয় ম্যাচেও হারলেন কোহলীরা।
পাকিস্তানের পর ফের হার। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে কার্যত ছিটকেই গেল ভারত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
অর্ধশতরানের এক রান দূরে থেমে গেলেন মিচেল। বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
জিততে গেলে ৪৮ বলে ১৭ রান দরকার নিউজিল্যান্ডের।
শার্দূলের এক ওভারে ১৪ রান নিলেন মিচেল। তিনি ৪৬ রানে ক্রিজে। সঙ্গে উইলিয়ামসন (১৩)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
রান এমনিই কম। জাডেজার প্রথম ওভার থেকে ১৪ তুলে নিল নিউজিল্যান্ড। ৬ ওভারে তাদের রান ৪৪-১।
গাপ্টিল ফেরার পর কিছুটা ধরে খেলছে নিউজিল্যান্ড। ক্রিজে উইলিয়ামসন (২) এবং মিচেল (৫)।
বুমরা ফিরিয়ে দিলেন গাপ্টিলকে। ক্যাচ নিলেন শার্দূল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
৩ ওভারে ১৮ তুলল নিউজিল্যান্ড। ক্রিজে গাপ্টিল (১৬) এবং মিচেল (১)।
জাডেজার শেষ মুহূর্তে কিছুটা চালিয়ে খেলায় ১০০-র গন্ডি পেরোল ভারত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
উইকেটে এসেই ফিরলেন শার্দূল। ৩ বলে ০ করলেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
২৪ বলে ২৩ রান করে ফিরে গেলেন হার্দিক। ষষ্ঠ উইকেট হারাল ভারত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
প্রায় ১২ ওভার পরে ভারতের ইনিংসে চার হল। মারলেন হার্দিক (২১)। ক্রিজে তাঁর সঙ্গী জাডেজা (৪)।
ক্রিজে রয়েছেন পান্ডিয়া এবং জাডেজা। বড় রান ওঠার স্বপ্ন ক্রমশ শেষ হচ্ছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
মিলনের বলে স্টাম্প উড়ে গেল পন্থের। ১৯ বলে ১২ করে ফিরলেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
হার্দিকের নিশ্চিত ছয় বাঁচালেন জিমি নিশাম। মাত্র ১ রান হল। এদিকে মাইকেল ভন ভারতকে কটাক্ষ করে টুইট করেছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ