BCCI

নিউজিল্যান্ডের কাছেও দুরমুশ ভারত, বিশ্বকাপের স্বপ্ন দূরে সরছে কোহলীদের

প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ১১০ রানের বেশি তুলতে পারেনি দল। সেই রান ৩৩ বল বাকি থাকতে তুলে দিলেন উইলিয়ামসনরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৯:০৪
Share:

দ্বিতীয় ম্যাচেও হারলেন কোহলীরা।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:২৬ key status

৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

পাকিস্তানের পর ফের হার। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে কার্যত ছিটকেই গেল ভারত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:১৬ key status

আউট মিচেল

অর্ধশতরানের এক রান দূরে থেমে গেলেন মিচেল। বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:১২ key status

নিউজিল্যান্ড ১২ ওভারে ৯৪-১

জিততে গেলে ৪৮ বলে ১৭ রান দরকার নিউজিল্যান্ডের।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:০৯ key status

বল করছেন হার্দিক

খেলার শেষ পর্যায়ে এসে বল করতে দেওয়া হল হার্দিককে।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:০২ key status

নিউজিল্যান্ড ১০ ওভারে ৮৩-১

শার্দূলের এক ওভারে ১৪ রান নিলেন মিচেল। তিনি ৪৬ রানে ক্রিজে। সঙ্গে উইলিয়ামসন (১৩)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৫৬ key status

নিউজিল্যান্ড ৯ ওভারে ৬৯-১

জেতার জন্য ৬৬ বলে ৪২ দরকার কোহলীদের।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৪৮ key status

নিউজিল্যান্ড ৭ ওভারে ৫৫-১

জিততে গেলে ৭৮ বলে ৫৫ চাই কিউয়িদের।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৪৩ key status

প্রথম ওভারেই জাডেজা দিলেন ১৪

রান এমনিই কম। জাডেজার প্রথম ওভার থেকে ১৪ তুলে নিল নিউজিল্যান্ড। ৬ ওভারে তাদের রান ৪৪-১।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৩৯ key status

নিউজিল্যান্ড ৫ ওভারে ৩০-১

গাপ্টিল ফেরার পর কিছুটা ধরে খেলছে নিউজিল্যান্ড। ক্রিজে উইলিয়ামসন (২) এবং মিচেল (৫)।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৩৩ key status

আউট গাপ্টিল

বুমরা ফিরিয়ে দিলেন গাপ্টিলকে। ক্যাচ নিলেন শার্দূল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:২৯ key status

শুরু থেকেই চালিয়ে খেলছে নিউজিল্যান্ড

৩ ওভারে ১৮ তুলল নিউজিল্যান্ড। ক্রিজে গাপ্টিল (১৬) এবং মিচেল (১)।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:০৮ key status

নির্ধারিত ওভারে ১১০-৭ তুলল ভারত

জাডেজার শেষ মুহূর্তে কিছুটা চালিয়ে খেলায় ১০০-র গন্ডি পেরোল ভারত।  

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:০১ key status

আউট শার্দূল

উইকেটে এসেই ফিরলেন শার্দূল। ৩ বলে ০ করলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৫৮ key status

হার্দিক আউট

২৪ বলে ২৩ রান করে ফিরে গেলেন হার্দিক। ষষ্ঠ উইকেট হারাল ভারত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৫২ key status

ভারত ১৭ ওভারে ৮৬-৫

প্রায় ১২ ওভার পরে ভারতের ইনিংসে চার হল। মারলেন হার্দিক (২১)। ক্রিজে তাঁর সঙ্গী জাডেজা (৪)।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৪৫ key status

ভারত ১৫ ওভারে ৭৩-৫

ক্রিজে রয়েছেন পান্ডিয়া এবং জাডেজা। বড় রান ওঠার স্বপ্ন ক্রমশ শেষ হচ্ছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৪০ key status

পন্থের স্টাম্প ছিটকে দিলেন মিলনে

মিলনের বলে স্টাম্প উড়ে গেল পন্থের। ১৯ বলে ১২ করে ফিরলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৩৪ key status

দুর্দান্ত ফিল্ডিং নিশামের

হার্দিকের নিশ্চিত ছয় বাঁচালেন জিমি নিশাম। মাত্র ১ রান হল। এদিকে মাইকেল ভন ভারতকে কটাক্ষ করে টুইট করেছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৩২ key status

ভারত ১৩ ওভারে ৬২-৪

ক্রিজে রয়েছেন পন্থ (৯) এবং হার্দিক (৮)।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:২০ key status

কোহলী আউট

বড় ধাক্কা খেল ভারত। ১৭ বলে ৯ রান করে ফিরে গেলেন কোহলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement