T20 World Cup 2021

T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপে ভারতের অঙ্ক ঘেঁটে গেলেও মিলে গেল টেবিলের অঙ্ক

প্রতিটি দলের পয়েন্ট, জয়, হারের সংখ্যা নিয়ে মেতেছেন অনেকে। সংখ্যা নিয়ে খেলতে ভালবাসা মানুষদের কাছে ভারতের ছিটকে যাওয়ার মাঝেই এ এক অন্য আনন্দ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ১৭:৪৩
Share:

টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন কোহলীরা। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপে ভারতের অঙ্ক ঘেঁটে ঘ। কিন্তু লিগ টেবিলের অঙ্ক মিলে গেল। একের পরে দুই, দুইয়ের পরে তিন। সংখ্যা নিয়ে খেলতে ভালবাসলে টি২০ বিশ্বকাপের গ্রুপ ২-এর টেবিল আপনার নজর কাড়বেই।

গ্রুপ শীর্ষে পাকিস্তান। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের ৮ পয়েন্ট। ভারত পেয়েছে ৬। চতুর্থ স্থানে থাকা আফগানিস্তান পেয়েছে ৪ পয়েন্ট। নামিবিয়া পেয়েছে ২ এবং স্কটল্যান্ড কোনও পয়েন্ট পায়নি। অর্থাৎ দলগুলির পয়েন্ট ১০, ৮, ৬, ৪, ২, ০। সকলের মধ্যে তফাৎ দুই পয়েন্টের।

Advertisement

শুধু তাই নয়, হার এবং জয়ের হিসেবের মধ্যেও রয়েছে দারুণ মিল। পাকিস্তান জিতেছে ৫টি ম্যাচ। নিউজিল্যান্ড ৪টি। ভারত জিতেছে ৩টি ম্যাচ। আফগানিস্তান জিতেছে ২টি ম্যাচ। একটি ম্যাচ জিতেছে নামিবিয়া। কোনও ম্যাচ জেতেনি স্কটল্যান্ড। এই সংখ্যাগুলি পরপর লিখলে হয় ৫, ৪, ৩, ২, ১, ০।

সংখ্যা নিয়ে খেলতে ভালবাসা মানুষদের কাছে ভারতের ছিটকে যাওয়ার মাঝেই এ এক অন্য আনন্দ। —ফাইল চিত্র

হারের হিসাবের ক্ষেত্রে সংখাগুলি উল্টে গিয়েছে। পাকিস্তানের হারের সংখ্যা শূন্য। এর পর নিউজিল্যান্ডের ১, ভারতের ২, আফগানিস্তানের ৩, নামিবিয়ার ৪ এবং স্কটল্যান্ডের ৫। এগুলি পরপর সাজালে হয় ০, ১, ২, ৩, ৪, ৫।

Advertisement

প্রতিটি দলের পয়েন্ট, জয়ের সংখ্যা, হারের সংখ্যা নিয়ে মেতেছেন অনেকে। সংখ্যা নিয়ে খেলতে ভালবাসা মানুষদের কাছে ভারতের ছিটকে যাওয়ার মাঝেই এ এক অন্য আনন্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement