শোয়েবের সঙ্গে সানিয়া। ফাইল ছবি
দীর্ঘ ২৮ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে জিতেছে ওয়াঘার ও পারের দেশই। উত্তেজক এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন সানিয়া মির্জাও। ম্যাচের পর টুইটারে একটি ভিডিয়ো রিটুইট করেছেন তিনি, যা ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
মুবিন নামে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেটি গ্যালারি থেকে নেওয়া। ভিডিয়োয় দেখা যায় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছেন শোয়েব মালিক। গ্যালারি থেকে এক দল সমর্থক তখন তাঁকে ‘জিজাজি’ বলে ডাকছেন। বাংলায় জিজাজি-র অর্থ জামাইবাবু। শোয়েব আসলে সানিয়ার স্বামী বলেই সমর্থকরা তাঁকে এই নামে ডাকছিলেন। মাঝে এক বার ঘুরে তাকান শোয়েব। তাই দেখে আরও চিৎকারে ফেটে পড়েন সমর্থকরা।
সেই ভিডিয়ো দেখেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সানিয়া। সেই পোস্টটি রিটুইট করে অট্টহাস্যের ইমোজি দিয়েছেন। সঙ্গে দু’টি ভালবাসার ইমোজিও রয়েছে। টুইটারেও সমর্থকরা এই পোস্ট দেখে আনন্দ পেয়েছেন। দু’দেশের সমর্থকদের একে অপরের প্রতি শ্রদ্ধাই এই পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে বলে জানিয়েছেন তাঁরা।