শাস্তি পেলেন লিটন। ফাইল ছবি
রবিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে একটি আউটকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের লিটন দাস এবং শ্রীলঙ্কার লাহিরু কুমারা। শৃঙ্খলাবিধি ভাঙার অভিযোগে দু’জনকেই জরিমানা করলেন আইসিসি-র ম্যাচ রেফারি ভারতীয় জাভাগল শ্রীনাথ। দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন।
প্রথমে তর্কাতর্কি দিয়ে শুরু হলেও কিছুক্ষণ পরেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দুই ক্রিকেটারের মধ্যে। আইসিসি জানিয়েছে, দু’জনেই শৃঙ্খলাবিধির প্রথম ধারা ভেঙেছেন। তবে জরিমানার পরিমাণ আলাদা। লাহিরুর যেখানে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সেখানে লিটনের জরিমানার পরিমাণ ১৫ শতাংশ। তবে দু’জনেই একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। লাহিরুর বিরুদ্ধে খারাপ ভাষা, খারাপ আচরণের অভিযোগ আনা হয়েছে। লিটন ক্রিকেটীয় আদর্শের বিরোধী কাজ করেছেন।
লিটন আউট হওয়ার পরেই ঘটনাটি ঘটে। লিটনকে আউট করার পর তাঁর দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে থাকেন লাহিরু। পাল্টা তার উত্তর দেন লিটন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। তবে শ্রীলঙ্কার বাকিরা যুযুধান দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।