দ্রাবিড়কে নিয়ে খুশি রোহিত।
আফগানিস্তান ম্যাচ চলাকালীনই ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে ভারতীয় বোর্ড। সরকারি ভাবে যে কোচ নিয়োগের খবর প্রকাশ হয়ে গিয়েছে, ম্যাচে ব্যস্ত থাকায় সেটা জানতেন না ভারতীয় দলের কেউ। ম্যাচের পর রোহিত শর্মা সে কারণেই প্রথমে কিছুটা অবাক হলেও পরে জানালেন, তিনি অত্যন্ত খুশি।
বুধবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহুলকে নিয়ে প্রশ্ন করামাত্রই রোহিত বলেন, “সরকারি ভাবে ঘোষণা হয়ে গিয়েছে নাকি? আমরা তো খেলছিলাম। কিছুই জানি না।” সরকারি ঘোষণা হয়ে গিয়েছে শুনে রোহিত বলেন, “ভারতীয় দলে অন্য রূপে ফেরার জন্য ওঁকে অনেক শুভেচ্ছা। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ভারতীয় ক্রিকেটের একজন অন্যতম স্তম্ভ। ভবিষ্যতে ওঁর সঙ্গে কাজ করতে পেরে নিশ্চয়ই খুব ভাল লাগবে।”
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, কোচের পদের জন্য সাক্ষাৎকার দেওয়ার সময় দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে তাঁর কাকে পছন্দ। দ্রাবিড় জানিয়ে দেন, তিনি রোহিতকেই চান। অভিজ্ঞতার জন্যই তাঁর রোহিতকে পছন্দ বলে জানান দ্রাবিড়। দ্বিতীয় পছন্দের নামও বলেছেন নতুন কোচ। তাঁর দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।