রশিদের মুখে আশার কথা। ফাইল ছবি
ভারতের কাছে ৬৬ রানে হারলেও সেই হারের কোনও প্রভাব পড়বে না নিউজিল্যান্ড ম্যাচে। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে জেতার লক্ষ্য নিয়েই নামবে আফগানিস্তান। ভারতীয় সমর্থকদের উদ্দেশে আশার কথা শোনালেন দলের অন্যতম সেরা স্পিনার রশিদ খান।
ভারতের কাছে হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’টি ম্যাচ ভাল ভাবে জেতার সুবাদে রান রেট ভাল থাকায় গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জানপ্রাণ লাগিয়ে খেলার কথা শোনা গেল রশিদের মুখে।
তিনি বলেছেন, “এই হারের ধাক্কা দলের উপর পড়বে না। আমরা আগেই জানতাম ভারত অন্যতম সেরা দল। আমাদের প্রস্তুতি, মানসিকতা একই রকম থাকবে। নিউজিল্যান্ড ম্যাচ আমাদের কাছেও কোয়ার্টার ফাইনাল। জানি জিততে পারলে ভাল রান রেট থাকার সুবাদে আমরা কোয়ার্টার ফাইনালে যেতে পারি। তাই ওদের বিরুদ্ধে ক্রিকেটটা উপভোগ করতে চাইছি আমরা।”
রবিবার আবু ধাবিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। তারা সেই ম্যাচে জিততে পারলে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা সহজ হবে। তবে বিরাট কোহলীদের বাকি দুটি ম্যাচে জিততেই হবে।