ICC Champions Trophy 2025

পাকিস্তানের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখছেন গাওস্কর, রোহিতদের দল নিয়েই প্রশ্ন পাঠানের

ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় পাকিস্তানকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখছেন সুনীল গাওস্কর। রোহিত শর্মাদের দল নিয়ে প্রশ্ন তুলেছেন ইরফান পাঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫
Share:

(বাঁ দিকে) সুনীল গাওস্কর ও ইরফান পাঠান (ডান দিকে)। —ফাইল চিত্র।

শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। ফেব্রুয়ারি মাসে হবে সেই প্রতিযোগিতা। এ বারের প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান। সেই প্রতিযোগিতায় পাকিস্তানকেই সম্ভাব্য জয়ী হিসাবে দেখছেন সুনীল গাওস্কর। অন্য দিকে আবার রোহিত শর্মাদের দল নিয়ে প্রশ্ন তুলেছেন ইরফান পাঠান।

Advertisement

গাওস্করের মতে, আয়োজক দেশ হিসাবে সুবিধা পাবে পাকিস্তান। যে সুবিধা ২০২৩ সালে ভারত পেয়েছে, সেই সুবিধার কথাই তুলে ধরেছেন তিনি। গাওস্কর বলেন, “পাকিস্তানকেই ফেভারিট হিসাবে ধরছি। কারণ, ওদের মাঠে ওদের হারানো সহজ নয়। ২০২৩ সালে ভারত ফাইনালে হেরেছিল। কিন্তু তার আগে ঘরের মাঠে কেউ ভারতকে হারাতে পারেনি। টানা ১০টা ম্যাচ ওরা জিতেছিল। সেই কারণেই পাকিস্তান আমার বাজি।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে ছয় বিশেষজ্ঞ ব্যাটার, এক উইকেটরক্ষক, চার অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসার রয়েছে। পেসারদের মধ্যে আরশদীপ সিংহের অভিজ্ঞতা কম। জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে। মহম্মদ শামি আবার চোট সারিয়ে সবে ফিরেছেন। পাঠানের মতে, বেশি পেসার নিলে ভাল করত ভারত। দুবাইয়ের পরিস্থিতির কথা বিচার করে এই কথা বলেছেন তিনি।

Advertisement

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। তারা ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইয়ে হবে। সেটা দল নির্বাচনের সময় মাথায় রাখা উচিত ছিল বলে মত পাঠানের। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “দুবাইয়ের মাঠে পেসারেরা অনেক সুবিধা পায়। পিচে পড়ে বল বেশি লাফায়। তাই ভারতের উচিত ছিল বেশি পেসার নেওয়া। এই বিষয়টা নির্বাচকদের মাথায় রাখা উচিত ছিল। কিন্তু তা হয়নি।” যদিও পাঠানের থেকে ভিন্ন যুক্তি শোনা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মার কথায়। তাঁর মতে, ভারসাম্য বজায় রেখেই দল গড়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement