(বাঁ দিকে) ঋষভ পন্থ ও সুনীল গাওস্কর (ডান দিকে)। —ফাইল চিত্র।
ঋষভ পন্থের আউট হওয়ার ধরন মেনে নিতে পারেননি সুনীল গাওস্কর। মেলবোর্নে প্রথম ইনিংসে পন্থ আউট হওয়ার পর তাঁকে ‘স্টুপিড’ বলেছিলেন গাওস্কর। কেন এমন বলেছিলেন তিনি? নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
গাওস্করের মতে, পন্থের মতো প্রতিভাবান ব্যাটারকে এমন শট খেলতে দেখে আরও রেগে গিয়েছিলেন তিনি। তাই নিজেকে সামলাতে পারেননি। গাওস্কর বলেন, “পন্থের মতো প্রতিভাবান ব্যাটার যখন এমন বাজে শট খেলে তখন আরও রাগ হয়। ও আগের বলেও একই শট মারতে গিয়েছিল। সেটা নিজের অহংয়ে নিয়ে নিল। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কেন এ ভাবে খেলবে? দলের কথা কেন ভাববে না? সেই কারণেই নিজেকে আটকে রাখতে পারিনি।”
আক্রমণাত্মক শট খেলার অর্থ বাজে শট নয়, সেটা মনে করিয়ে দিয়েছেন গাওস্কর। তিনি বলেন, “আগের শট মারতে গিয়ে আমার শরীরে বল লাগল। তাই আমি ভাবলাম, পরের বলে বোলারকে দেখাব, কে সেরা। এমনটা ভাবলে হবে না। টেস্ট ক্রিকেট সহজ নয়। ওই শটের জন্য লেগ সাইডে দু’জন ফিল্ডার ছিল। কিন্তু ও আউট হল থার্ড ম্যানে। এই শটের কোনও মানে হয়?”
আগের বার অস্ট্রেলিয়া এসে ব্রিসবেনে আক্রমণাত্মক ক্রিকেট খেলে দলকে জিতিয়েছিলেন পন্থ। কিন্তু এ বার তাঁর ব্যাটে রান নেই। গাওস্কর মনে করেন, মানসিকতায় সমস্যা হচ্ছে পন্থের। তিনি ভাবছেন, একই ভাবে খেলতে হবে। গাওস্কর বলেন, “পন্থকে আমি দুর্দান্ত ইনিংস খেলতে দেখেছি। কিন্তু অস্ট্রেলিয়াতে ও ভাবছে, একই ভাবে খেলবে। সেটা হয় না। সব সময় উইকেট ছেড়ে বেরিয়ে, হাওয়ায় শট খেলে রান করা যায় না। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। সেটা পন্থকে বোঝাতে হবে।”
মেলবোর্নে তৃতীয় দিন স্কট বোলান্ডের বলে ‘স্কুপ’ শট খেলার চেষ্টা করেন পন্থ। বল তাঁর ব্যাটের কানায় লেগে উপরে ওঠে। পন্থ ফাইন লেগের দিকে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু কানায় লেগে বল যায় থার্ড ম্যান অঞ্চলে। সেখানে নেথান লায়ন পন্থের ক্যাচ ধরেন। ভাল শুরু করেও খারাপ শট খেলে ২৮ রানের মাথায় আউট হয়ে যান পন্থ।
তখন ধারাভাষ্য দিচ্ছিলেন গাওস্কর। তিনি বলেন ওঠেন, “স্টুপিড, স্টুপিড, স্টুপিড। জঘন্য শট। যে যে জায়গায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে, তাতে এই শট খেলা যায় না। পন্থ দু’ভাবে খেলতে জানে, এক, বল পেলেই মারো আর দুই, এই ধরনের শট খেলা। টেস্টে এই ভাবে রান করা যায় না। এই ভাবে খেললে পাঁচ নম্বরে ব্যাট করা যায় না। আরও নীচে নামানো উচিত পন্থকে। তা হলে কখনও কখনও রান করে দেবে পন্থ। ওর এখন ভারতের সাজঘরে ফেরা উচিত নয়। অস্ট্রেলিয়ার সাজঘরে যাওয়া উচিত।” গাওস্করকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা রেগে গিয়েছেন তিনি। সেই রাগের কারণ ব্যাখ্যা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।