(বাঁ দিকে) বেঙ্কট দত্ত সাই। পিভি সিন্ধু (ডান দিকে)। —ফাইল চিত্র।
নতুন ইনিংস শুরু করতে চলেছেন পিভি সিন্ধু। ২২ ডিসেম্বর তাঁর বিয়ে। পাত্রের নাম বেঙ্কট দত্ত সাই। তিনি অবশ্য খেলোয়াড় নন। ব্যাডমিন্টন তারকা সিন্ধুর হবু বর একটি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা। আইপিএলেও কাজ করেছেন বেঙ্কট।
ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে ডিপ্লোমা করেছেন বেঙ্কট। তার পরে ২০১৮ সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) করেছেন তিনি। বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) করেছেন বেঙ্কট। তার পরে কাজ শুরু করেছেন তথ্যপ্রযুক্তি সংস্থায়।
২০১৯ সাল থেকে সাওয়ার অ্যাপ্ল অ্যাসেট ম্যানেজমেন্ট নামের একটি সংস্থায় ম্যানেজিং ডিরেক্টরের কাজ শুরু করেন বেঙ্কট। এখন পসিডেক্স টেকনোলজিস নামের একটি সংস্থায় এগ্জ়িকিউটিভ ডিরেক্টর তিনি। তথ্যপ্রযুক্তি সংস্থার এই শীর্ষকর্তাকেই বিয়ে করতে চলেছেন সিন্ধু।
খেলোয়াড় না হলেও খেলার দুনিয়ার সঙ্গে যোগ রয়েছে বেঙ্কটের। তিনি কয়েক বছর জেএসডব্লিউ সংস্থার সঙ্গে কাজ করেছেন। সেখানে পরামর্শদাতার ভূমিকায় ছিলেন তিনি। এই জেএসডব্লিউ গোষ্ঠী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক। বেঙ্কটের প্রোফাইলে লেখা রয়েছে, আইপিএলের দল পরিচালনার জন্য যে দক্ষতা লাগে তার সামনে তাঁর বিবিএ ডিগ্রি ফিকে পড়ে যায়। তবে আইপিএলের দলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে জানিয়েছেন বেঙ্কট।
২৮ মাস পর সোমবার সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতা জিতেছেন সিন্ধু। তার পরেই তাঁর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থাকে সিন্ধুর বাবা পিভি রমনা বলেছেন, “দুটো পরিবারই দীর্ঘ দিন একে অপরকে চেনে। তবে এক মাস আগে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই একটাই সময় খুঁজে বার করা গিয়েছে। কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন। সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। তার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরসুমটা খুবই গুরুত্বপূর্ণ।” ২০ ডিসেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। রাজস্থানের উদয়পুরে হবে বিয়ে।