India vs Sri Lanka

এক দিনের ব্যবধানে ছিটকে গেলেন শ্রীলঙ্কার আর এক বোলার, টি২০ সিরিজ়ে বাড়তি সুবিধা ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ শুরুর আগে আবার সুবিধা পেয়ে গেল ভারত। চোটের কারণে ছিটকে গেলেন শ্রীলঙ্কার বোলার নুয়ান থুসারা। বুধবার অনুশীলনে তাঁর বাঁ হাতের আঙুল ভেঙেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৬:৪৮
Share:

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ শুরুর আগে আবার সুবিধা পেয়ে গেল ভারত। চোটের কারণে ছিটকে গেলেন শ্রীলঙ্কার বোলার নুয়ান থুসারা। বুধবার অনুশীলনে তাঁর বাঁ হাতের আঙুল ভেঙেছে। পরিবর্ত হিসাবে দিলশান মদুশঙ্ককে নেওয়া হয়েছে।

Advertisement

এক ক্রিকেট ওয়েবসাইটে শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা জানিয়েছেন, থুসারার বাঁ হাতের আঙুল ভেঙেছে। তিনি বল করেন ডান হাতে। তবুও সিরিজ়ে খেলতে পারবেন না। এতটাই গুরুতর তাঁর চোট। বুধবার রাতে শ্রীলঙ্কা নৈশালোকে অনুশীলন করছিল। তখনই চোট পান থুসারা। ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে লাগে তাঁর।

চলতি সিরিজ়ে শ্রীলঙ্কার দ্বিতীয় বোলার হিসাবে ছিটকে গেলেন তিনি। বুধবারই দুষ্মন্ত চামিরার ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছিল। অসুস্থতার কারণে ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অসিতা ফার্নান্ডোকে।

Advertisement

এ বছর নিয়মিত ভাবে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের সদস্য থুসারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। তিন ম্যাচে আট উইকেট নিয়েছিলেন। তার আগে, বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

দু’দলের টি-টোয়েন্টি সিরিজ় শুরু ২৭ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ জুলাই। তৃতীয় ম্যাচ ৩০ জুলাই। সব ম্যাচই হবে পাল্লেকেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement