শ্রীলঙ্কার টেস্ট দল। —ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ়ের কথা ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে হবে টেস্ট দু’টি। সেখানে প্রথম টেস্টটি হবে ছ’দিনের। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটা সময়ে টেস্ট ক্রিকেট চলত ছ’দিন ধরে। খেলা হত পাঁচ দিন। একটি দিন থাকত বিশ্রামের জন্য। এমনটাই হবে শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ডের প্রথম টেস্টে। সেটি শুরু হওয়ার কথা ১৮ সেপ্টেম্বর থেকে। প্রথম তিন দিন খেলা হওয়ার পর ২১ সেপ্টেম্বর থাকবে বিশ্রামের জন্য। ওই দিন শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন। সেই কারণে ২১ সেপ্টেম্বর খেলা হবে না।
শ্রীলঙ্কায় শেষ বার ছ’দিনের ম্যাচ হয়েছিল ২০০১ সালে। সে বার জ়িম্বাবোয়ে বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছিল ছ’দিন ধরে। শ্রীলঙ্কায় পোয়া উৎসব ছিল। সেই কারণে এক দিন বিশ্রাম দেওয়া হয়েছিল টেস্টের মাঝে।
এক সময় ছ’দিনের টেস্ট খুবই সাধারণ ঘটনা ছিল। বিশেষ করে ইংল্যান্ডে। সেখানে রবিবার খেলা হত না। বিশ্রাম দেওয়া হত। ২০০৮ সালে শেষ বার ছ’দিনের টেস্ট দেখা গিয়েছিল। সেই ম্যাচেও ছিল শ্রীলঙ্কা। ঢাকায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টে সেই বছর ২৯ ডিসেম্বর বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই দিন বাংলাদেশে সংসদীয় নির্বাচন ছিল। সেই কারণে ওই দিন খেলা হয়নি।
শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ডের দু’টি টেস্টই হবে গলে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। তবে ক্রিকেটভক্তদের উৎসাহ প্রথম টেস্টটি নিয়ে। কারণ অনেক দিন পর আবার ছ’দিনের টেস্ট হতে চলেছে।