সূর্যকুমার যাদবের উইকেট নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
এক ওভারে তিনটি ওয়াইড, দু’টি নো বল। শুক্রবার ভারতের বিরুদ্ধে সেই ওভারে মোট ১১টি বল করতে হল দক্ষিণ আফ্রিকার প্যাট্রিক ক্রুগারকে। যে কোনও অধিনায়কের মাথা গরম হয়ে যাওয়ারই কথা। কিন্তু ওভার শেষে ক্রুগারকে নিয়ে মাতল দল। কারণ শেষ বলে তিনি পেলেন সূর্যকুমার যাদবের উইকেট।
শুক্রবার ডারবানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারত ২০২ রান তোলে। সেই ইনিংসের নবম ওভারে ক্রুগার ১১টি বল করেন। প্রথম বলে সূর্যকুমার এক রান নিয়েছিলেন। দ্বিতীয় বলে সঞ্জু চার মারেন। তৃতীয় বলটি নো বল করেন ক্রুগার। সেই বলে দৌড়ে এক রান নেন সঞ্জু। ফ্রি হিটের বলে দু’রান নেন সূর্যকুমার। এর পরের চারটি বলের মধ্যে তিনটি ওয়াইড এবং নো বল করেন ক্রুগার। অর্থাৎ, ক্রুগার তত ক্ষণে আট বল করে ফেললেও ওভারে বৈধ বল হয়েছে তিনটিই। শেষ তিন বলের প্রথম দু’টিতে এক রান করে দিলেও শেষ বলে সূর্যকুমারের উইকেট তুলে নেন ক্রুগার। ডিপ স্কোয়ার লেগে সূর্যকুমারের ক্যাচ ধরেন অ্যান্ডাইল সিমেলেন।
এক ওভারে সবচেয়ে বেশি বল করার রেকর্ডটি যদিও রয়েছে মঙ্গোলিয়ার লুসাঞ্জুন্দুই এরডেনবুল্গান এবং ভুটানের থিনলে জামশোর। প্রথম জন এই বছর মে মাসে এক ওভারে ১৪টি বল করেছিলেন। জামশো ২০১৯ সালে এক ওভারে ১৪টি বল করেছিলেন। এক ওভারে ১৩টি বল করেছিলেন ক্যামেরুনের ইদ্রিস চাকৌ। এই বছর সেপ্টেম্বরে এক ওভারে ১৩টি বল করেছিলেন তিনি। ২০২১ সালে এক ওভারে ১২টি বল করেছিলেন উগান্ডার কসমস কিউয়েতা।
ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। ভারত প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনের শতরানে ভর করে ২০২ রান তোলে। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১৪১ রানে। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ জিতে নেয় ভারত।