Katrina Kaif

দাম্পত্য আর কর্মজীবনে সমতা রক্ষা করতে নাজেহাল! ভিকির কোন কথা মেনে চলছেন ক্যাটরিনা?

শুধু অভিনয় নয়, ব্যবসার কাজেও অনেকটা সময় যায় ক্যাটরিনার। তবে স্বামীর কোন কথা মেনে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমতা রক্ষা করছেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২
Share:

(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ (ডান দিকে) ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।

সম্প্রতি বিয়ের তিন বছর পার করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত দম্পতি তাঁরা। একসঙ্গে এতটা সময় কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই তাঁদের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। যদিও দু'জনেই ব্যস্ত নিজেদের কর্মজীবন নিয়ে। ক্যাটরিনা এখন শুধুই অভিনেত্রী নন, তিনি একজন উদ্যোগপতিও বটে। ব্যবসার কাজে অনেকটা সময় যায় তাঁর। তবে স্বামীর কথা মেনেই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমতা রক্ষা করছেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তিনি কাজের প্রতি এতটা মনোযোগী যে, হুঁশ থাকে না। ভিকি ক্যাটরিনাকে কাজে উৎসাহ দিলেও মাঝে মধ্যে বিরতি নিতে বলেন। ক্যাটরিনার কথায়, ‘‘ভিকি বলে, দয়া করে ফোনটা হাত থেকে নামিয়ে রাখো। কিন্তু আমার তখনও কোনও না কোনও কাজ বাকি পড়েই থাকে।’’ আসলে ব্যবসার কাজের কারণে বর্তমানে ক্যাটরিনার ব্যস্ততার মধ্যেই দিন কাটান। সে ক্ষেত্রে অভিনয়, সংসার ও ব্যবসা— তিন দিকে সমান ভাবে তাল মেলাতে যে পরিবারের সমর্থন পান, সে কথা জানাতে ভোলেননি অভিনেত্রী। ক্যাটরিনা নাকি মাঝে মধ্যেই অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

ভিকি এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাঁকে ‘জি লে জ়রা’ ছবিতে দেখা যাবে। তবে ছবির কাজ না-থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাঠা সাজে ও চোখে রোদচশমা পরা অবস্থায় তাঁকে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement