India tour of Australia 2024

স্ত্রী অন্তঃসত্ত্বা? বোর্ডের চাপে ছুটি বাতিল রোহিতের, অস্ট্রেলিয়ায় শুরু থেকেই খেলার সম্ভাবনা অধিনায়কের

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি রোহিত খেলবেন না বলে শোনা গিয়েছিল। নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১০:৪৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে সিরিজ় হার বিরাট ধাক্কা ভারতীয় দলের কাছে। যে হারের ময়নাতদন্ত করতে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বসেছিলের বোর্ডের কর্তারা। আর সেই বৈঠকের পরেই রোহিতের মত বদল হয়েছে বলে শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই খেলতে পারেন তিনি।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি রোহিত খেলবেন না বলে শোনা গিয়েছিল। নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই সিরিজ় জিততে হবে ভারতকে। সেই অবস্থায় অধিনায়ককে না পাওয়া ভারতের জন্য বড় ধাক্কা হতে পারত। রোহিত ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন না বলে জানিয়েছিলেন। যা নিয়ে বিরক্ত ছিলেন সুনীল গাওস্কর। তিনি বলেছিলেন, “অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তা হলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজ়ের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজ়ের মাঝে দলে যোগ দিলে শুধুমাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।”

Advertisement

অস্ট্রেলিয়ার জন্য যে দল বেছে নেওয়া হয়েছে, সেখানে রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং অভিমন্যু ঈশ্বরণ। প্রথম টেস্টে রোহিত না খেললে অভিমন্যুর অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রোহিত যদি প্রথম টেস্ট থেকেই খেলেন তা হলে অভিমন্যুর সুযোগ পাওয়া কঠিন হবে। যদিও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সে ভাবে রান পাননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement