Sanju Samson

১ শতরানে ৯ নজির: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কী কী কীর্তি স্থাপন সঞ্জুর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ বলে ১০৭ রান করলেন সঞ্জু স্যামসন। তাঁর দাপটেই ম্যাচ জিতল ভারত। আর সেই সঙ্গে তৈরি হল একের পর এক নজির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১১:৪৯
Share:

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

একটি শতরানে ন’টি নজর গড়লেন সঞ্জু স্যামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ বলে ১০৭ রান করলেন তিনি। সঞ্জুর দাপটেই ম্যাচ জিতল ভারত। আর সেই সঙ্গে তৈরি হল একের পর এক নজির।

Advertisement

পর পর শতরান

প্রথম ভারতীয় হিসাবে পর পর দু’টি টি-টোয়েন্টি ম্যাচে শতরান করলেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদে শতরান করেছিলেন তিনি। সেই ম্যাচে ৪৭ বলে শতরান করেছিলেন সঞ্জু। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার শতরান। মাঝে টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলেনি ভারত। পর পর দু’টি টি-টোয়েন্টিতে শতরানের নজির এর আগে মাত্র তিন জন ক্রিকেটারের রয়েছে। গুস্তভ ম্যাককিয়ন (ফ্রান্স), রিলি রুসো (দক্ষিণ আফ্রিকা) এবং ফিল সল্টের (ইংল্যান্ড) পর সঞ্জু এই নজির গড়লেন।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান

এত দিন টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান ছিল মাত্র তিন জন ভারতীয় ক্রিকেটারের। সেই তালিকায় এ বার যুক্ত হল সঞ্জুর নাম। সুরেশ রায়না, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করলেন সঞ্জু।

দক্ষিণ আফ্রিকায় শতরান

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক মাত্র সূর্যকুমার যাদবের দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি শতরান ছিল। এ বার সঞ্জুও সেই নজির গড়লেন। সূর্য ২০২৩ সালে ৫৬ বলে ১০০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। এ বারে সেই তালিকায় নাম লেখালেন সঞ্জুও।

টি-টোয়েন্টিতে একাধিক শতরান

ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক শতরান করার নজির গড়লেন সঞ্জু। রোহিত শর্মা (৫), সূর্যকুমার যাদব (৪) এবং লোকেশ রাহুলের (২) পর টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে একাধিক শতরান করার নজির ভারতীয় ব্যাটারের। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন সঞ্জু।

একই বছরে একাধিক শতরান

শুধু একাধিক শতরান নয়, একই বছরে একাধিক শতরান করার নজির গড়লেন সঞ্জু। এর আগে রোহিত এবং সূর্যকুমার একই বছরে একাধিক শতরান করার নজির গড়েছিলেন। এ বার সেই তালিকায় নাম সঞ্জুরও। রোহিত ২০১৮ সালে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করেছিলেন। সূর্যকুমার ২০২২ সালে ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন।

সর্বোচ্চ রানের ইনিংস

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রান করার নজির গড়লেন সঞ্জু। এর আগে এই দুই দেশের খেলায় এক ইনিংস এত রান কেউ করেননি। সঞ্জু শুক্রবার ১০৭ রান করেন। রোহিত ন’বছর আগে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন। সেই নজির ভাঙলেন সঞ্জু। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার করেছিলেন ১০৬ রান। সেই নজিরও ভেঙে গেল।

সঞ্জুর ১০ ছক্কা

শুক্রবার ১০৭ রানের ইনিংসে ১০টি ছক্কা মারেন সঞ্জু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই কোনও ভারতীয় ক্রিকেটারের মারা এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা। যুগ্ম ভাবে শীর্ষস্থানে রয়েছেন রোহিত। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে একটি ম্যাচে ১০টি ছক্কা মেরেছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছক্কার নজির

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন সঞ্জু। তিনি ভেঙে দিলেন রিলি রুসো এবং সূর্যকুমারের রেকর্ড। ২০২২ সালে রুসো এবং ২০২৩ সালে সূর্যকুমার আটটি করে ছক্কা মেরেছিলেন। তাঁদের সেই নজির ভেঙে দিলেন সঞ্জু।

রোহিতের পরেই সঞ্জু

এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করার নজির ছিল রোহিতের। এ বার সেই তালিকায় জুড়ল সঞ্জুর নাম। এক দিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি শতরান আছে রোহিতের এবং টি-টোয়েন্টিতে একটি। সঞ্জু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগে ২০২৩ সালে এক দিনের ক্রিকেটে শতরান করেছিলেন। এ বার টি-টোয়েন্টিতেও করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement