দুরন্ত বল করেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাডা ও মার্কো জানসেন। দু’জনেই তিনটি করে উইকেট নেন। তিন উইকেট নিয়েছেন স্পিনার কেশব মহারাজও। ম্যাচের সেরা হয়েছেন রাবাডা। সিরিজের সেরা হয়েছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি।
দুরন্ত প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার ছবি: টুইটার
প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানে হারতে হয়েছিল। দ্বিতীয় টেস্টে জবাব দিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে ১৯৮ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল তারা। ৪২৬ রান তাড়া করতে নেমে ২২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বোলারদের দাপটে টেস্ট জেতে দক্ষিণ আফ্রিকা।
৪২৬ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। ৯৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের সঙ্গে ডি’গ্র্যান্ডহোম জুটি বাঁধেন। তাঁরা দলের রানকে ১৮০ পর্যন্ত নিয়ে যান। কিন্তু সেই জুটি ভাঙার পরে আর বেশি ক্ষণ টিকতে পারেননি বাকিরা।
দুরন্ত বল করেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাডা ও মার্কো জানসেন। দু’জনেই তিনটি করে উইকেট নেন। তিন উইকেট নিয়েছেন স্পিনার কেশব মহারাজও। ম্যাচের সেরা হয়েছেন রাবাডা। সিরিজের সেরা হয়েছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি।
ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৩৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। শতরান করেন ওপেনার সারেল ইরউয়ি। জবাবে প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। শতরান করেন অলরাউন্ডার কলিন ডি’গ্র্যান্ডহোম। দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষক ভেরিনের শতরানের দৌলতে ৯ উইকেটে ৩৫৪ রান করে ডিক্লেয়ার দেয় প্রোটিয়ারা। তার জবাবে মাত্র ২২৭ রানে শেষ হয় কিউয়িদের ইনিংস।