দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার বোলাররা ছবি: টুইটার
চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই বাংলাদেশকে ডুবিয়েছে তাদের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই ছবি ফের দেখা গেল। প্রথমে ব্যাট করে মাত্র ৮৪ রানে অলআউট বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শুরুতে পরিস্থিতি কিছুটা খারাপ হলেও ৬ উইকেটে ম্যাচ জিতল তেম্বা বাভুমার দল।
আবু ধাবিতে দুপুরের ম্যাচে শুরুটা খুব খারাপ হয়নি বাংলাদেশের। দলের ২২ রানের মাথায় আউট হন নইম হাসান। তার পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশ ব্যাটিং। লিটন দাস ২৪ ও শেষ দিকে মেহেদি হাসান ২৭ করলেও বাকিরা কেউ রান পাননি। দক্ষিণ আফ্রিকার দুই জোরে বোলার কাগিসো রাবাডা ও আনরিখ নোখিয়া ৩টি করে উইকেট নেন। লেগ স্পিনার তাবরেজ শামসি নেন ২টি উইকেট। ১৮.৪ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রিজা হেনড্রিক্সের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কক ১৬ রানে আউট হন। মার্করামও রান পাননি। যদিও লক্ষ্য কম থাকায় খুব একটা সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। ভ্যান ডার ডুসেন ও অধিনায়ক বাভুমা জুটি বাঁধেন। ঝুঁকি না নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা।
শেষ পর্যন্ত ১৩.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে ৬ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। ডুসেন ২২ রান করে আউট হলেও বাভুমা (৩১) অপরাজিত থাকেন। এই জয়ের ফলে শেষ চারের আরও কাছে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। চাপ বাড়ল অস্ট্রেলিয়ার উপর।