T20 World Cup 2021

T20 World Cup 2021: পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে গো-হারা হারের পর এখন পিচকেই দুষছে ভারতীয় দল

প্রথম দু’ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে গো-হারা হারের পরে ভারতের সেমিফাইনালের যাওয়ার আশা প্রায় শেষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৭:৪৪
Share:

হতাশ ভারতীয় দল ছবি: টুইটার

টি২০ বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে গো-হারা হারের পরে ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ। যদিও এই হারের জন্য ক্রিকেটারদের ব্যর্থতার থেকে দুবাইয়ের পিচকেই অনেক বেশি দায়ী করলেন কোহলীদের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগের দিন সংবাদমাধ্যমের সামনে রাঠৌর বলেন, ‘‘এই পিচে প্রথমে ব্যাট করা সহজ নয়। যারাই প্রথমে ব্যাট করেছে, সমস্যায় পড়েছে। পিচের জন্যই আমাদের ব্যাটাররা বড় শট খেলতে পারেনি।’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-র পর থেকে ১৫ ওভার পর্যন্ত কোনও বাউন্ডারি আসেনি। শুধু তাই নয়, স্কোরবোর্ডকে সচল রাখতেও ব্যর্থ হয়েছেন কোহলীরা। তার জন্যও পিচকে কাঠগড়ায় তুলেছেন রাঠৌর। তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঝের ওভারে স্কোরবোর্ড সচল ছিল না। এই পিচে প্রতি বলে রান নেওয়া খুব কঠিন। আমি বলছি না শুধু আমাদের সমস্যা হয়েছে, এই পিচে যারা প্রথমে ব্যাট করেছে সবার একই সমস্যা হয়েছে।’’

Advertisement

কোহলীদের ব্যর্থতার পরে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। রোহিত, কোহলীর মতো ক্রিকেটার থাকার পরেও কী ভাবে এত খারাপ খেলল ভারত সেই ময়নাতদন্তে ব্যস্ত তাঁরা। এই সমালোচনার মধ্যে পিচকে দায়ী করলেও অবশ্য ক্রিকেটারদের সেই সমস্যা কাটিয়ে ওঠা উচিত ছিল বলে মনে করেন রাঠৌর। তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়ন ক্রিকেটাররা সব সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজে ফেলেন। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement