ICC World Cup 2023

রোহিতদের বিশ্বকাপ জিততে হলে তিন জনকে ভাল খেলতেই হবে, কাদের বেছে নিলেন সৌরভ?

বিশ্বকাপে ভারত ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। তাই খেতাব জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে থাকবে বলে মত সৌরভের। তবু তাঁর মতে, তিন জনের উপর ভারতীয় দলের ফলাফল নির্ভর করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৭
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতের ভাল ফল নির্ভর করবে নূলত তিন জন ক্রিকেটারের উপর। এমনই মনে করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ঘরের মাঠে ভারতীয় দল এগিয়ে থাকবে খেতাব জয়ের দৌড়ে। খেতাব নিশ্চিত করতে হলে তিন জনকে ভাল খেলতেই হবে।

Advertisement

বিরাট কোহলি, রোহিত শর্মার উপর বাড়তি আস্থা রাখছেন সৌরভ। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা অধিনায়ক বলেছেন, ‘‘কোহলি খুব ভাল ফর্মে রয়েছে। গত কয়েক মাস ধরে দারুণ খেলছে। ওকে উইকেটে দেখতেও ভাল লাগছে। ভারতের ভাল ফলের জন্য কোহলির ফর্ম ধরে রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভাল খেলতে হবে অধিনায়ক রোহিতকেও। অধিনায়ক হিসাবে এটাই ওর প্রথম এবং সম্ভবত শেষ এক দিনের বিশ্বকাপ। চার বছর পরের বিশ্বকাপে হয়তো আর নেতৃত্ব দেবে না। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এর মধ্যে ধরছি না। কারণ ওটা অন্য ধরনের ক্রিকেট।’’ রোহিতের প্রশংসা করে সৌরভ আরও বলেছেন, ‘‘বিশ্বকাপে ওর রেকর্ড দুর্দান্ত। পাঁচটা শতরান রয়েছে। দারুণ ব্যাটার।’’

দুই অভিজ্ঞ ক্রিকেটার কোহলি এবং রোহিত ছাড়াও এক তরুণ ক্রিকেটারের উপরও বিশেষ ভরসা করছেন সৌরভ। তিনি শুভমন গিল। তরুণ ব্যাটার সম্পর্কে তিনি বলেছেন, ‘‘শুভমন অত্যন্ত উঁচু মানের ব্যাটার। দলের ইনিংস টেনে নিয়ে যাওয়ার এবং ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে শুভমনের। কোহলি, রোহিতের সঙ্গে শুভমনকেও ভাল খেলতে হবে। দলের বাকিদেরও সেরা পারফরম্যান্স করতে হবে। তা হলেই ভারত বিশ্বকাপ জিততে পারে।’’

Advertisement

সৌরভের মতো বিশ্বকাপের আগে এশিয়া কাপ উপমহাদেশের দলগুলির উপকার করবে। সব দলই ম্যাচ অনুশীলন পেয়ে যাবে। তা ছাড়া বুঝতে পারবে কোথায় কোথায় উন্নতি প্রয়োজন। সেই মতো বিশ্বকাপের জন্য পরিকল্পনা করার সুযোগ পাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement