২০১৯ সালের পর শতরান নেই বিরাটের ব্যাটে। এ বারের আইপিএলে দু’টি ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন তিনি। এখনও পর্যন্ত একটিও অর্ধশতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। শাস্ত্রীও বিশ্রামের কথা বলছেন। তবে ভারতের প্রাক্তন কোচ চাইছেন আইপিএল থেকে বিশ্রাম নিক বিরাট। সেটা এখনই সম্ভব কি না বলা মুশকিল।
—ফাইল চিত্র
বহু দিন ধরেই রান পাচ্ছেন না বিরাট কোহলী। রবি শাস্ত্রী উপদেশ দিয়েছিলেন বিশ্রাম নেওয়ার। আইপিএলে এখনও বড় রান না পাওয়া বিরাটকে নিয়ে যদিও চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের প্রধান জানেন না বিরাটের মাথায় কী ঘুরছে। তবে তিনি আত্মবিশ্বাসী খুব তাড়াতাড়ি রানে ফিরবেন বিরাট।
শুধু বিরাট নন, রান পাচ্ছেন না রোহিত শর্মাও। ভারতের অন্যতম সেরা দুই ব্যাটার ছন্দহীন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “ওরা বড় ক্রিকেটার। আমি জানি ওরা ছন্দে ফিরবে। আশা করি খুব তাড়াতাড়ি রান করবে ওরা। বিরাটের মাথায় কী চলছে আমি জানি না তবে ও রানে ফিরবেই। খুব বড় মাপের ক্রিকেটার বিরাট।”
২০১৯ সালের পর শতরান নেই বিরাটের ব্যাটে। এ বারের আইপিএলে দু’টি ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন তিনি। এখনও পর্যন্ত একটিও অর্ধশতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। শাস্ত্রীও বিশ্রামের কথা বলছেন। তবে ভারতের প্রাক্তন কোচ চাইছেন আইপিএল থেকে বিশ্রাম নিক বিরাট। সেটা এখনই সম্ভব কি না বলা মুশকিল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে জৈবদুর্গ থাকবে না বলে জানা গিয়েছে। সেই বিষয়ে সৌরভ বলেন, “করোনা যদি না বাড়ে তা হলে আইপিএলেও জৈবদুর্গ প্রয়োজন নেই। কোভিড থাকবে। আগামী ১০ বছর কোভিড থাকবে, আমাদের সেটাকে সঙ্গী করেই বাঁচতে হবে। দেখা যাক কী করা যায়।”