india cricket

Sourav Ganguly: বিশ্বকাপে কোহলীদের থেকে কী আশা সৌরভের? এশিয়া কাপ নিয়েও মুখ খুললেন বোর্ডপ্রধান

শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির মধ্যে সে দেশে ভারত এশিয়া কাপ খেলতে যাবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। অপেক্ষা করতে চান সৌরভরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৭:১২
Share:

বিশ্বকাপে কোহলীদের কাছে বড় প্রত্যাশা সৌরভের ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের কাছে বড় প্রত্যাশা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসি প্রতিযোগিতায় এ বার বিরাট কোহলীরা চ্যাম্পিয়ন হতে পারেন বলে মনে করছেন বিসিসিআই সভাপতি। আগামী মাসে শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপ নিয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। এখনই কোনও সিদ্ধান্ত না নিয়ে অন্তত এক মাস অপেক্ষা করতে চান তাঁরা।

Advertisement

২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা জেতেনি ভারত। তা নিয়ে অবশ্য বেশি চিন্তা করতে নারাজ সৌরভ। তিনি বলেন, ‘‘প্রতি বার কেউ আইসিসি প্রতিযোগিতা জেতে না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে হেরেছিলাম। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে গিয়ে হেরেছিলাম। তার মানে আমরা খুব খারাপ খেলছি না।’’

এ বার কোহলীরা ট্রফি জিতবেন বলে আশা সৌরভের। তিনি বলেন, ‘‘ভারত যখনই খেলতে নামে সবাই জেতার আশা করে। এ বারও সেটাই করবে। দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। আশা করছি অস্ট্রেলিয়ায় ভারত জিতবে। তবে তার জন্য সবাইকে ভাল খেলতে হবে।’’

Advertisement

আগামী ২৮ অগস্ট থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ শুরু হওয়ার কথা। সেখানকার উত্তাল পরিস্থিতিতে প্রতিযোগিতা হবে কি না, বা হলেও ভারত খেলতে যাবে কি না তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই। সৌরভ বলেন, ‘‘এখন কোনও মন্তব্য করতে পারব না। আমরা শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে নজর রেখেছি। অস্ট্রেলিয়া ওখানে সবে খেলল। এক মাস আমাদের অপেক্ষা করতে হবে। তার পরেই কোনও মন্তব্য করতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement