Bengal Pro T20 League 2024

মুকেশের দাপটে বেঙ্গল প্রো টি২০ লিগের ফাইনালে মালদা, মুর্শিদাবাদের কাছে হেরে বিদায় ঋদ্ধিদের

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠল সোবিসকো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। প্রথম সেমিফাইনালে মালদা হারায় কলকাতাকে। দ্বিতীয় সেমিফাইনালে মেদিনীপুরকে হারায় মুর্শিদাবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০০:২৫
Share:

উইকেট নেওয়ার পরে উল্লাস মুকেশ কুমারের। ছবি: সংগৃহীত।

বঙ্গ ক্রিকেটে প্রত্যাবর্তন খুব একটা সুখের হল না ঋদ্ধিমান সাহার। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হল তাঁর দল রাশমি মেদিনীপুর উইজ়ার্ডসকে। মুর্শিদাবাদ কিংসের কাছে হারলেন ঋদ্ধিরা। অপর সেমিফাইনালে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে হারায় সোবিসকো স্ম্যাশার্স মালদা। অর্থাৎ, পুরুষদের ফাইনালে মুখোমুখি মালদা ও মুর্শিদাবাদ। শুক্রবার ইডেন গার্ডেন্সে হবে ফাইনাল।

Advertisement

প্রথম সেমিফাইনালে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় কলকাতা। মালদার অধিনায়ক মুকেশ কুমার নতুন বলে একের পর এক উইকেট নিতে থাকেন। তাঁকে সঙ্গ দেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান করে কলকাতা। মুকেশ ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ঋত্ত্বিক নেন ২৬ রানে ২ উইকেট।

জবাবে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে রান তাড়া করে নেয় মালদা। বলের পরে ব্যাট হাতেও সফল ঋত্ত্বিক। ৪১ বলে ৫০ রান করেন তিনি। সহজেই ম্যাচ জিতে যায় মালদা।

Advertisement

দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে মেদিনীপুর। প্রিয়াংশু শ্রীবাস্তব ৪৪ ও ঋদ্ধি ৩২ রান করেন। মুর্শিদাবাদের হয়ে ২ উইকেট নেন সুখমিত সিংহ।

রান তাড়া করতে নেমে সাত বল বাকি থাকতে জিতে যায় মুর্শিদাবাদ। ব্যাট হাতে নজর কাড়েন কৌশিক ঘোষ। ৪৫ রান করেন তিনি। ২০ রান করেন অগ্নিভ পান। মেদিনীপুরের হয়ে বৈভব যাদব ৩ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement