Shakib Al Hasan

Shakib Al Hasan: জাতীয় দলে নেই, বাংলাদেশ বোর্ডের সর্বোচ্চ চুক্তিতে কোথায় জায়গা হল শাকিবের

টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহর সঙ্গে বোর্ডের চুক্তি এক দিন এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। আফিফ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গেও একই চুক্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১২:৩৩
Share:

—ফাইল চিত্র

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিতে এখনও সর্বোচ্চ টাকার তালিকায় রয়েছেন শাকিব আল হাসান। তাঁর সঙ্গে আরও চার ক্রিকেটার এই চুক্তিতে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না বলার পরেও তাঁকে এই চুক্তিতে রাখা হয়েছে।

৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন শাকিব। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবেন না তিনি। তবু বাংলাদেশ ক্রিকেটের সব ধরনের ক্রিকেটের যে চুক্তি, তাতে রয়েছেন শাকিব। এর ফলে মনে করা হচ্ছে বছরের শেষ দিকে বাংলাদেশের টেস্ট ম্যাচগুলিতে পাওয়া যেতে পারে তাঁকে। বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার ছাড়াও এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাশ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

Advertisement

বোর্ডের চুক্তিতে নতুন দুই ক্রিকেটার ইয়াসির আলি এবং মাহমুদুল হাসান জয়। চুক্তি থেকে বাদ গিয়েছেন মহম্মদ সইফউদ্দিন, আবু জায়েদ, সইফ হাসান, সৌম্য সরকার এবং শামিম হোসেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ছ’মাসের জন্য বিশ্রাম নেওয়া তামিম ইকবালকে শুধু টেস্ট এবং একদিনের ক্রিকেটের চুক্তি দেওয়া হয়েছে। তামিমের সঙ্গে সেই চুক্তিতে রয়েছেন মেহদি হাসানও।

টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহর সঙ্গে বোর্ডের চুক্তি এক দিন এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। আফিফ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গেও একই চুক্তি করা হয়েছে।

Advertisement

বোর্ডের তরফে যদিও জানানো হয়নি, প্রতি মাসে কত টাকা করে পাবেন ক্রিকেটাররা। ম্যাচ প্রতি কত ফি পাবেন সেটাও জানায়নি বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement