মোহালিতে ২৮ বলে ২৯ রান করে আউট হয়ে যান রোহিত। শেষ চার টেস্টে এই প্রথম বার অর্ধশতরানের কমে থামলেন তিনি। গাওস্কর বলেন, “রোহিতের শতাংশের হিসাব করা উচিত। ও যদি মনে করে ফলাফল ওর পক্ষে আছে, তা হলে খেলুক ওই শট। কিন্তু যদি মনে করে ওর পক্ষে নেই, তা হলে ৮০, ৯০ বা ১০০ করার আগে রোহিতের পুল শট না খেলাই উচিত।”
রোহিত শর্মা। —ফাইল চিত্র
রোহিত শর্মা মানেই পুল শটের রাজা। পেসাররা তাঁকে বাউন্সারে কাবু করতে চাইলে কোমরের মোচড়ে তাঁদের মাঠের বাইরে পাঠিয়েছেন একাধিক বার। রোহিতকে তাঁর সেই প্রিয় পুল শটই খেলতে বারণ করছেন সুনীল গাওস্কর! মোহালিতে সেট হয়ে যাওয়ার পর পুল মারতে গিয়ে আউট হতেই এমন নিদান ভারতের প্রাক্তন ওপেনারের।
টেস্ট ম্যাচের শুরুর দিকে পুল খেলতে বারণ করছেন গাওস্কর। তিনি রোহিতের উদ্দেশে বলেন, “ওর এটা নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। কেউ বলতেই পারে যে এটা খুব প্রয়োজনীয় শট, কিন্তু মনে রাখা উচিত এটাই এক মাত্র শট নয়। রোহিতের হাতে আরও অনেক শট আছে। যে বোলারদের জোরে বল করার ক্ষমতা আছে, তারা রোহিতের বিরুদ্ধে এই অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করবেই। দু’একটা চার বা ছয় মারলেও, বোলারের কাছে সুযোগ থাকে কারণ বল হাওয়া উঠছে, ক্যাচ করার সুযোগ তৈরি হচ্ছে।”
মোহালিতে ২৮ বলে ২৯ রান করে আউট হয়ে যান রোহিত। শেষ চার টেস্টে এই প্রথম বার অর্ধশতরানের কমে থামলেন তিনি। গাওস্কর বলেন, “রোহিতের শতাংশের হিসাব করা উচিত। ও যদি মনে করে ফলাফল ওর পক্ষে আছে, তা হলে খেলুক ওই শট। কিন্তু যদি মনে করে ওর পক্ষে নেই, তা হলে ৮০, ৯০ বা ১০০ করার আগে রোহিতের পুল শট না খেলাই উচিত।”
রবীন্দ্র জাডেজার ১৭৫ রানের সুবাদে ভারত মোহালিতে ৫৭৪ রান তোলে। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে হয়নি ভারতকে। অনায়াসে প্রথম টেস্ট জিতে নেয় তারা।