শাকিব আল-হাসান। ফাইল ছবি
জল্পনাই সত্যি হল। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন হল শাকিব আল হাসানের। বৃহস্পতিবার বাংলাদেশ বোর্ডের পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী দুই টেস্টের সিরিজে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হয়েছেন লিটন দাস। এ দিনের সভার পর বাংলাদেশ বোর্ডের সভাপতি নাজমুল হাসান এ কথা ঘোষণা করেছেন।
কিছু দিন আগেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ ছাড়েন মোমিনুল হক। দেশকে ১৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় ছাড়া তাঁর সে ভাবে কোনও সাফল্য নেই। আর মাত্র দু’টি টেস্টে দলকে জেতাতে পেরেছেন। দু’টিই জিম্বাবোয়ের বিপক্ষে। নেতৃত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে, এই কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। তাঁর জায়গায় শাকিবের আসা এক প্রকার নিশ্চিতই ছিল।
২০০৯ সালে মাশরফি মোর্তাজা চোট পাওয়ায় আপৎকালীন অধিনায়ক হয়েছিলেন শাকিব। সেটাই তাঁর প্রথম নেতৃত্বের দায়িত্ব নেওয়া। ২০১৮ সালে তিনি পূর্ণ সময়ের অধিনায়ক হন। সে বারও তাঁর সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এ বারও তাই। ২০১৯ সালে আইসিসি তাঁকে নির্বাসিত করেছিল। তখন টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন মোমিনুল। তিনি সরে যাওয়ায় শাকিব তৃতীয় বারের জন্য অধিনায়ক হলেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।