ওয়াসিম জাফর। ফাইল ছবি।
জাতীয় দলের বার বার ব্যর্থতায় উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। ক্রিকেটের সার্বিক মান উন্নয়নের জন্য জুনিয়র পর্যায়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিসিবি। সেই কাজের গুরুদায়িত্ব বিসিবি কর্তারা দিতে চান ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার ওয়াসিম জাফরকে। এ বার ক্রিকেট মাঠে ভারত-বাংলাদেশ মৈত্রী।
বাংলাদেশের জুনিয়র ক্রিকেটারদের নিয়ে কাজ করতে আগ্রহী জাফরও। বিসিবি কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বিসিবি-র হাই-পারফরম্যান্স সেন্টারের দায়িত্ব পেতে চলেছেন জাফর। প্রাক্তন ক্রিকেটার মূলত কাজ করবেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে। তাঁদের ব্যাটিং দক্ষতা উন্নত করাই হবে জাফরের প্রধান কাজ। পাশাপাশি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সার্বিক উন্নতির জন্যও কাজ করবেন।
বাংলাদেশে এর আগে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জাফরের। ২০১৯ সালে বিসিবি-র মিরপুর অ্যাকাডেমির ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। সে সময় বাংলাদেশের অনূর্ধ্ব ১৬ এবং ১৯ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন জাফর। বাংলাদেশের জাতীয় দলের পরামর্শদাতার দায়িত্বও সামলেছেন সে সময়। ২০১৮-১৯ মরসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জাফরের যোগাযোগ যথেষ্টই নিবিড়। তাই চেনা জাফরকেই কাজে লাগাতে চাইছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা।
২০১৯ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ছিলেন জাফর। দু’দশকের বেশি সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সর্বোচ্চ ১৫৬টি রঞ্জি ম্যাচ খেলার রেকর্ডও জাফরের দখলে। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ৩১টি টেস্ট ম্যাচে পাঁচটি শতরান সহ ৩৪.১০ গড়ে করেছেন ১৯৪৪ রান।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।