শাকিব আল হাসান। ছবি: পিটিআই।
বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে বিতর্কে বিদ্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট। কিন্তু বিশ্বকাপের শুরুতেই ছন্দে তারা। আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালই করল শাকিব আল হাসানের দল। ৬ উইকেটে জিতল তারা। তাতেও অবশ্য শাকিব নিজে খুশি হতে পারছেন না।
ম্যাচের পর শাকিব বলেছেন, “যে ভাবে চেয়েছিলাম সে ভাবে শুরুটা হয়নি। প্রত্যেকেই ভেবেছিলাম একটা উইকেট পেলে বাকিগুলোও দ্রুত হয়ে যাবে। সেটা হয়নি। কিন্তু ছেলেরা যে ভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। গত কয়েক দিন ধরে প্রচুর পরিশ্রম করেছি আমরা। মাঠের অবস্থা ভাল ছিল কি না এ সব নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। সাজঘরে এটা নিয়ে কথাও বলেছি আমরা।”
বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেওয়া ছাড়াও ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রান করেছেন। তাঁকে নিয়ে শাকিব বলেছেন, “মেহেদি, শান্তর মতো ক্রিকেটারেরা ফর্মে রয়েছে। ওরা মাঠে নামলে সব সময় আত্মবিশ্বাসী থাকে। দলের ভাল করতে চায়। আমিও নিজের বোলিং নিয়ে খুশি। পাঁচজন বোলারই ভাল বল করেছে।”
মেহেদি নিজে বলেছেন, “আমার কাছে গর্বের মুহূর্ত। অতীতে অনেক পরিশ্রম করেছি। বল করার সময় শুরুতে কিছুটা চিন্তায় ছিলাম। কিন্তু অধিনায়ক এসে আমার চাপ কমিয়ে দিয়েছে। আমাকে সঠিক জায়গায় বল করার পরামর্শ দিয়েছে। তাই অধিনায়কেরই আসল কৃতিত্ব প্রাপ্য।”