শতরানের পর মার্করাম। ছবি: পিটিআই।
এক দিনের বিশ্বকাপ তৃতীয় দিন গড়াতে না গড়াতেই আবার নজির। এ বার সর্বোচ্চ দলগত রানের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। শনিবার দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা তুলল ৫ উইকেটে ৪২৮। এক দিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নজির ভেঙে দিল তারা। শুধু তাই নয়, বিশ্বকাপে এই নিয়ে তিন বার ৪০০ বা তার বেশি রান তুলল দক্ষিণ আফ্রিকা।
এক দিনের বিশ্বকাপে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি দলগত রানের নজির ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭-৭ তুলেছিল তারা। সেই নজির ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে ৪১৩-৫ তুলেছিল ভারত।
এর পরে প্রথম পাঁচে দু’টি স্থানেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু’টিই তারা করেছিল ২০১৫ সালে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যানবেরায় ৪১১-৪ তুলেছিল তারা। এর পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিডনিতে তারা ৪০৮-৫ তুলেছিল।
শনিবার দক্ষিণ আফ্রিকার হয়ে তিন জন ব্যাটার শতরান করেছেন। ওপেন করতে নেমে ঝোড়ো শতরান করেন কুইন্টন ডি’কক। এর পর মারকুটে ইনিংস খেলে যান রাসি ভ্যান ডার ডুসেন এবং এডেন মার্করাম।