Jay Shah

জয় শাহের দরজায় ভারত-সহ তিন দেশ, টেস্ট বিশ্বকাপই তুলে দেওয়ার আর্জি!

আইসিসির দরজায় ভারত-সহ তিনটি দেশের ক্রিকেট বোর্ড। টেস্ট ক্রিকেটে বদলের আর্জি জানাতে পারে তারা। তেমনটা হলে বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩২
Share:

ভারতকে হারিয়ে টেস্ট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। সেই প্রতিযোগিতা কি এ বার বন্ধ করে দেবেন জয় শাহেরা? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। কিন্তু এ বার তারা ফাইনালে উঠতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। এই পরিস্থিতিতে আইসিসির কাছে নতুন আর্জি জানাতে পারে ভারত-সহ তিন দেশ। জানা গিয়েছে, টেস্ট বিশ্বকাপ তুলে দেওয়ার আর্জি জানানো হতে পারে। তেমনটা হলে বদলে যাবে টেস্ট ক্রিকেটের ফরম্যাট।

Advertisement

জয় শাহ এখন আইসিসির চেয়ারম্যান। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড একসঙ্গে তাঁর সঙ্গে বৈঠক করতে পারে। তারা আর্জি জানাতে পারে, টেস্টে দু’টি স্তর আলাদা করার। একটি স্তরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো প্রথম সারির দলগুলি খেলবে। আর একটি স্তরে খেলবে বাকি দলগুলি। যদি তেমনটা হয় তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বন্ধ করতে হবে। কারণ, সে ক্ষেত্রে প্রতিটি দেশ সমসংখ্যক সিরিজ় খেলতে পারবে না।

ক্রিকেটের ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে এই আবেদন জানানো হতে পারে। এ বার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ই তার প্রমাণ। দু’দলের মধ্যে পাঁচটি টেস্ট হয়েছে। মেলবোর্নে দেখা গিয়েছে রেকর্ড দর্শক। পাশাপাশি টেলিভিশন ও ওটিটি মাধ্যমেও প্রচুর দর্শক খেলা দেখেছেন। তার ফলে লাভ হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের। প্রথম সারির দলগুলি যদি আরও বেশি নিজেদের মধ্যে খেলে তা হলে এই লাভ বাড়বে। সেই কারণেই এই আর্জি জানানো হতে পারে।

Advertisement

২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রতি দু’বছর অন্তর এক বার করে ফাইনাল হয়। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে প্রতি দু’বছরে এক বার করে খেলে। কিন্তু যদি তাদের মধ্যে আরও বেশি সিরিজ় করানো যায়, সে ক্ষেত্রে ব্যবসায়িক লাভ হবে। পাশাপাশি ভাল সিরিজ় দেখা যাবে। শাহের কাছে এই দাবি জানাতে পারে তিন দেশ।

এর আগে ২০১৬ সালে এক বার টেস্ট ক্রিকেটে বদলের প্রস্তাব এসেছিল। ক্রমতালিকায় থাকা প্রথম সাতটি দলকে একটি স্তরে ও পরের পাঁচটি দলকে আর একটি স্তরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। উত্তরণ ও অবনমনেরও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এখন দেখার তিন দল কবে আইসিসির সঙ্গে দেখা করে। তাদের অনুরোধে শাহের নেতৃত্বাধীন সংস্থা কোনও সিদ্ধান্ত নেয় কি না সে দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement