টস করছেন রোহিত। পাশে কামিন্স। ছবি: পিটিআই।
রবিবার বিশ্বকাপের ফাইনালে টসে হেরে গেলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের ছোড়া কয়েনে ‘হেড’ ডেকেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ‘হেড’ই পড়ে। প্যাট কামিন্স জানিয়ে দেন, তাঁরা আগে বল করবেন। ফাইনালের মতো ম্যাচে টসে হেরে কি রোহিত খুশি না হতাশ? কী বললেন ভারতের অধিনায়ক?
সঞ্চালক রবি শাস্ত্রী রোহিতকে জিজ্ঞাসা করেন, তিনি টসে জিতলে কী করতেন? বেশ হাসি হাসি মুখেই রোহিত বলে দেন, “আমরা টস জিতলে আগে ব্যাটই করতাম। পিচটা দেখে বেশ ভালই মনে হচ্ছে। ফাইনালের মতো ম্যাচে স্কোরবোর্ডে বেশি রান তুলে রাখা দরকার।”
বস্তুত, রোহিতের টসে হারা শাপে বর হল মনে অনেকেই মনে করছেন। কারণ টসে জিতলে রোহিতরা আগে ব্যাট করবেন বলে ঠিকই নাকি করে রেখেছিলেন। ফাইনালের মতো ম্যাচে আগে ব্যাট করে বড় রান তুলে রাখলে চাপ কমিয়ে খেলতে নামা যায়। রোহিত টসে হারলেও তাঁর কিছুটা সুবিধাই হল।
আমদাবাদে রবিবার সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শকেরা। টসের সময়েই গ্যালারির ৯০ শতাংশ নীল জার্সিতে ভরে যায়। তা দেখে রোহিতও বলেন, “আমরা যখনই এখানে খেলতে এসেছি মাঠ ভরিয়ে মানুষ এসেছে। তার উপর এটা আবার বিশ্বকাপের ফাইনাল। আমাদের শান্ত থাকতে হবে।”