Rohit Sharma

Rohit Sharma: বিরাট-পর্ব শেষে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল রোহিতের হাতেই, লাল বলেও অধিনায়ক তিনিই

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ধরনের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলী। এর পর এক দিনের ক্রিকেট থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় নেতৃত্ব থেকে। সাদা বলের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক ঘোষণা করেছিল বোর্ড। দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন বিরাট। এর পর কে অধিনায়ক হবেন তা নিয়ে আলোচনা চলছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

টেস্ট ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মাই। বিরাট কোহলীর উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হল তাঁকেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলী। এর পর শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব দেওয়া হল রোহিতকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ধরনের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলী। এর পর এক দিনের ক্রিকেট থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় নেতৃত্ব থেকে। সাদা বলের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক ঘোষণা করেছিল বোর্ড। দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন বিরাট। এর পর কে অধিনায়ক হবেন তা নিয়ে আলোচনা চলছিল।

Advertisement

লোকেশ রাহুল ভারতকে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। তাঁকে ভবিষ্যতের অধিনায়ক ভাবার ইঙ্গিত ছিলই। তবে রোহিত সেই সিরিজে দলে ছিলেন না। রোহিত ছাড়াও উঠে আসছিল রবিচন্দ্রন অশ্বিনের নাম। সুনীল গাওস্কর জানিয়েছিলেন, তাঁর মতে ঋষভ পন্থকে টেস্ট ক্রিকেটে নেতা করা উচিত।

সেই সব জল্পনাকে সরিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতা ঘোষণা করা হল রোহিতকে। সহ-অধিনায়ক হলেন যশপ্রীত বুমরা। রোহিতের নেতৃত্বেই জীবনের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলী। শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের একটি টেস্টও খেলবে ভারত।

Advertisement

বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে দীর্ঘ পর্ব চলছে ভারতীয় ক্রিকেটে। রোহিতকে ভারতীয় ক্রিকেটে পূর্ণ দায়িত্ব দেওয়ার পর সেই পর্ব থামে কি না সেই দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement