ICC World Test Championship

ICC World Test Championship: টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে পাঁচ নম্বরেই ভারত, শীর্ষে শ্রীলঙ্কা

দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ৮৬.৬৬ শতাংশ পয়েন্ট। এর পর রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট শতাংশ ৭৫। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৫০। ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২-১ ব্যবধানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩২
Share:

এখনও তিনটি সিরিজ খেলেছে ভারত। —ফাইল চিত্র

গত বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সরা এখনও পাঁচ নম্বরেই। পয়েন্ট তালিকায় শতাংশের হিসেবে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। এখনও অবধি দু’টি ম্যাচ খেলে দু’টি জিতেছে তারা। শীর্ষে থেকেই ভারতে আসছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে তারা।

এখনও তিনটি সিরিজ খেলেছে ভারত। মোট চারটি ম্যাচ জিতেছে তারা। তিনটি ম্যাচে হেরেছে এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে। মোট ৫৩ পয়েন্ট ভারতের। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা হয় পয়েন্ট শতাংশ। মোট পয়েন্টের কত শতাংশ পাচ্ছে একটি দল সেই দিয়েই তৈরি হয় ক্রমতালিকা। ভারতের পয়েন্ট শতাংশ ৪৯.০৭। শীর্ষে থাকা শ্রীলঙ্কা দু’টি ম্যাচের দু’টি জিতে শীর্ষে রয়েছে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে।

Advertisement

দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ৮৬.৬৬ শতাংশ পয়েন্ট। এর পর রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট শতাংশ ৭৫। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৫০। ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২-১ ব্যবধানে।

পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে ইংল্যান্ড। অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারার পর তাদের পয়েন্ট শতাংশ ৯.২৫। গত বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট শতাংশ ৪৬.৬৬। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট শতাংশ সমান সমান। দুই দেশের পয়েন্ট শতাংশ ২৫।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement