রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ায় আবার মেজাজ হারালেন রোহিত শর্মা। এ বার তাঁর রোষের মুখে পড়লেন এক ভক্ত। ঘটনাটি রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগের। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে ক্যানবেরার মানুকা ওভালে পৌঁছেছিলেন রোহিত। মাঠে ঢোকার আগে তাঁকে ঘিরে ধরেন কয়েক জন ভারতীয় সমর্থক। তখন খোশমেজাজেই ছিলেন রোহিত। তাঁর কাছে ভক্তেরা কেউ সই দেওয়ার, কেউ ছবি তোলার আবদার করেন। হাসিমুখে তাঁদের আবদার মেটাচ্ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তখনই ঘটে বিপত্তি।
এক ভক্তের বাড়িয়ে দেওয়া খাতায় সই করছিলেন রোহিত। তখনই অন্য এক ভক্ত ছবি তোলার চেষ্টা করেন। রোহিতকে তাঁর মোবাইল ফোনের দিকে তাকানোর অনুরোধ করেন। তাতে বিরক্ত হন রোহিত। ছবি তোলার আবদার করা সেই ভক্তকে পরিষ্কার বলে দেন, ‘‘একসঙ্গে একটাই কাজ করতে পারব। আপনি অপেক্ষা করুন।’’ কথা শেষ করেই আবার সই করতে শুরু করেন। দু’জনকে সই দেওয়ার পর নিজস্বীর আবদার করা সেই ভক্তের মোবাইল ফোনের দিকে তাকান ভারতীয় দলের অধিনায়ক। বিরক্ত হলেও তাঁকে ফেরাননি রোহিত। ছবি তোলার পর মাঠে ঢুকে যান।
রবিবার ম্যাচের মধ্যেও মেজাজ হারাতে দেখা যায় রোহিতকে। প্রস্তুতি ম্যাচে ভারতের উইকেটক্ষক ছিলেন সরফরাজ খান। তিনি একটি সহজ বল ধরতে না পারায় বিরক্ত হন অধিনায়ক। সতীর্থের কাছে এগিয়ে গিয়ে তাঁর পিঠে কিল মারেন তিনি। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।