Test Cricket Record

টেস্টে আর এক মাইলফলকে উইলিয়ামসন, পিছনে ফেললেন রুট, কোহলিকে

চোটের জন্য ভারতের বিরুদ্ধে তিন টেস্টে সিরিজ়ে খেলতে পারেননি উইলিয়ামসন। না হলে ভারতের মাটিতেই নতুন মাইলফলক স্পর্শ করে ফেলতে পারতেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র।

নতুন মাইলফলক স্পর্শ কেন উইলিয়ামসনের। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেস্টে ৯০০০ রান পূর্ণ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দল হারলেও দু’ইনিংসেই রান পেয়েছেন উইলিয়ামসন। বিশ্ব ক্রিকেটের ‘ফ্যাব ফোর’এর মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসাবে ৯০০০ টেস্ট রান করলেন উইলিয়ামসন।

Advertisement

ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুট এবং উইলিয়ামসনকে ক্রিকেট বিশ্বে একত্রে ‘ফ্যাব ফোর’ বলা হয়। ক্রিকেট বিশেষজ্ঞদের বড় অংশের মতে, সমসাময়িক সময় এই চার জনই বিশ্বের সেরা ব্যাটার। স্বভাবতই কোহলি, স্মিথ, রুট, উইলিয়ামসনেরা মাঠে নামলে বাড়তি নজর থাকে ক্রিকেটপ্রেমীদেরও।

উইলিয়ামসন তাঁর ১৮২তম টেস্ট ইনিংসে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। চার জনের মধ্যে এগিয়ে রয়েছেন স্মিথ। তিনি টেস্টে ৯০০০ রান পূর্ণ করতে নিয়েছিলেন ১৭৪টি ইনিংস। চার জনের মধ্যে তৃতীয় স্থানে আছেন রুট। তিনি তাঁর ১৯৬তম টেস্ট ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। কোহলি এই মাইলফলক ছুঁতে নিয়েছিলেন ১৯৭টি ইনিংস। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার। তিনি তাঁর ১৭২তম টেস্ট ইনিংসে ৯০০০ রান পূর্ণ করেছিলেন। টেস্ট ক্রিকেটে ইনিংস প্রতি গড় রানের নিরিখেও এক নম্বরে রয়েছেন স্মিথ। টেস্টে তাঁর গড় ৫৭.৩২। তাঁর পর যথাক্রমে রয়েছেন উইলিয়ামসন (৫৪.৮৯), রুট (৫০.৬২) এবং কোহলি (৪৯.১৫)।

Advertisement

চোটের জন্য ভারতের বিরুদ্ধে তিন টেস্টে সিরিজ় খেলতে পারেননি উইলিয়ামসন। খেলতে পারলে ভারতের মাটিতেই ৯০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করে ফেলতে পারতেন উইলিয়ামসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement