রোহিত শর্মা। —ফাইল চিত্র
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে আরও একটি সুযোগ পাবেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজ় সফরে দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন তিনিই। কিন্তু তার পরে ভারতের টেস্ট দলের নেতা হিসাবে রোহিতকে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বোর্ডের অন্দরে খবর, ওয়েস্ট ইন্ডিজ় সফরের পরে নেতৃত্ব থেকে সরে যেতে হতে পারে রোহিতকে।
টেস্ট বিশ্বকাপে হারের পরেই রোহিতকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। কিন্তু এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ নির্বাচকেরা। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এখন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। কিন্তু আগামী দু’বছর রোহিতই অধিনায়ক থাকবে কি না তা নিশ্চিত নয়। কারণ এর পর যখন ২০২৫ সালে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে তখন রোহিতের বয়স হবে ৩৮ বছর। সেটা ভাবাচ্ছে নির্বাচকদের।’’
রোহিত টেস্ট অধিনায়ক থাকবেন কি না সেটা তাঁর ব্যাটিংয়ের উপরেও নির্ভর করছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। ডমিনিকা বা পোর্ট অফ স্পেনে যদি অন্তত একটি বড় ইনিংস রোহিত খেলতে না পারেন তা হলে সমস্যায় পড়তে পারেন তিনি। ওই আধিকারিক বলেছেন, ‘‘শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বড় সিদ্ধান্ত নিতে হবে। রোহিতের ব্যাটিং ফর্মও দেখা হবে।’’
তবে তার জন্য পর্যাপ্ত সময় পাবেন নির্বাচকেরা। কারণ, ওয়েস্ট ইন্ডিজ় সফরের পরে দীর্ঘ দিন ভারতের টেস্ট সিরিজ় নেই। মাঝে এশিয়া কাপ ও এক দিনের বিশ্বকাপ থাকায় বড় বিরতি রয়েছে লাল বলের ক্রিকেটে। বিসিসিআইয়ের ওই আধিকারিক বলেছেন, ‘‘রোহিতকে সরালে নতুন অধিনায়কের নামও ঘোষণা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পরে ডিসেম্বরের শেষ পর্যন্ত টেস্ট খেলবে না ভারত। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় পাবেন নির্বাচকেরা। তাড়াহুড়ো করে কোনও নাম ঘোষণা করতে হবে না।’’
অধিনায়কত্বের পাশাপাশি রোহিতের ফর্ম নিয়েও চিন্তিত নির্বাচকেরা। ২০২৩ সালে পাঁচটি টেস্ট খেলেছেন রোহিত। ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে ১২০ রান করেছিলেন। তার পর থেকে সাতটি ইনিংসে ভারত অধিনায়কের রান যথাক্রমে ৩২, ৩১, ১২, ১২, ৩৫, ১৫ ও ৪৩। একটি অর্ধশতরানের ইনিংসও খেলতে পারেননি রোহিত। লাগাতার ব্যর্থতা প্রভাব ফেলেছে তাঁর অধিনায়কত্বেও। তবে ওয়েস্ট ইন্ডিজ় সফরে একটি সুযোগ পাবেন রোহিত। সেখানেই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। নইলে পরের টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হতে পারে ভারতকে।