রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বৃহস্পতিবার থেকে ধর্মশালায় শুরু হবে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। রাঁচীতে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ় জয় নিশ্চিত করেছে ভারতীয় দল। তবু পঞ্চম টেস্টকে হালকা ভাবে নিচ্ছেন না রোহিত শর্মা। ধর্মশালায় জিতেই সিরিজ় শেষ করতে চান ভারতীয় দলের অধিনায়ক।
ধর্মশালার উইকেট দেখে খুশি রোহিত। তিনি মনে করছেন, প্রথম দিকে জোরে বোলারেরা কিছুটা সাহায্য পেলেও পরের দিকে বল ঘুরবে। ভারতের উইকেটগুলি সাধারণত যেমন হয়, ধর্মশালার ২২ গজ তেমনই হবে। যদিও পিচ নিয়ে ভাবছেন না তিনি। বুধবার রোহিত বলেছেন, ‘‘পিচ স্পিন সহায়ক হোক বা অন্য রকম, আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। স্পিন সহায়ক পিচ হলে দু’দলই কিছু সুবিধা পাবে। আবার দু’দলেরই কিছু সমস্যা হবে।’’ প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রোহিত। তাঁর বক্তব্য, ‘‘ধর্মশালায় এক জন অতিরিক্ত জোরে বোলার খেলানোর সম্ভাবনা রয়েছে। এখানে সকালের দিকে বল ভাল সুইং হতে পারে। যদিও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’’
ধর্মশালায় ভারতীয় দলের লক্ষ্য কী থাকবে? রোহিত বলেছেন, ‘‘আমরা যে ভাবে সিরিজ় জিতেছি, সেটা আমার কাছে বেশ ইতিবাচক। আমরা পিছিয়ে থেকে ফিরে এসে জিতেছি। চাপের মুখে আমাদের সেরাটা বেরিয়ে আসে। চাপটা আমরা গ্রহণ করেছি এবং লড়াই করে ফিরে এসেছি।’’
যশস্বী জয়সওয়াল, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, আকাশ দীপদের মতো তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের অধিনায়ক। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তরুণেরা যে ভাবে নিজেদের মেলে ধরেছেন, তা স্বস্তি দিচ্ছে তাঁকে।