Border-Gavaskar Trophy 2024-25

রাহুলকে জায়গা ছেড়ে রোহিত পাঁচ নম্বরে? ইঙ্গিত অধিনায়কের অনুশীলনে

প্রথম টেস্টের সফল ওপেনিং জুটি সম্ভবত দ্বিতীয় টেস্টে ভাঙবে না ভারত। নিজের জায়গা রাহুলকে ছেড়ে রোহিত সম্ভবত ব্যাটিং অর্ডারের নীচে নেমে যাবেন। অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ২২:৪২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইনিংস শুরু করেননি রোহিত শর্মা। ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও সম্ভবত ইনিংস শুরু করতে দেখা যাবে না ভারতীয় দলের অধিনায়ককে। মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গেল।

Advertisement

পার্‌থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলেনি রোহিত। সেই ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটি সফল। দ্বিতীয় ইনিংসে ২০১ রান তুলেছিলেন তাঁরা। যশস্বী খেলেন ১৬১ রানের ইনিংস। রাহুলের ব্যাট থেকে আসে ৭৭ রানের দায়িত্বশীল ইনিংস। এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ২০০-র বেশি রান করেছে ভারত। পার্‌থে সফল সেই জুটিই সম্ভবত অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও ভারতের ইনিংস শুরু করবে।

সফল রাহুলকে নিজের জায়গা ছেড়ে দিতে চলেছেন রোহিত। অধিনায়ক ব্যাটিং অর্ডারের নীচে নেমে যাবেন। তিনি সম্ভবত পাঁচ নম্বরে ব্যাট করবেন। সম্ভবত নতুন জায়গায় ব্যাট করবেন বলে অনুশীলনে বাড়তি সময় দিচ্ছেন রোহিত। মঙ্গলবার নেটে দু’বার ব্যাট করতে দেখা গিয়েছে। ভারতীয় দলের অনুশীলনে চারটি নেটের ব্যবস্থা ছিল। প্রথম নেটে অনুশীলন করতে যান যশস্বী এবং রাহুল। দ্বিতীয় নেটে অনুশীলন করতে যান বিরাট কোহলি এবং শুভমন গিল। তৃতীয় নেটে ঋষভ পন্থের সঙ্গে অনুশীলন করতে যান রোহিত। চতুর্থ নেটে অনুশীলন করতে যান নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। তা থেকেই মনে করা হচ্ছে, যশস্বী, রাহুল, শুভমন, কোহলির পর পাঁচ নম্বরে ব্যাট করবেন অধিনায়ক। ছয় নম্বরে আসবেন পন্থ। সাত নম্বরে নীতীশ এবং আট নম্বরে ওয়াশিংটন খেলবেন।

Advertisement

পন্থ এবং কোচিং স্টাফদের নিয়ে রোহিত এ দিন প্রায় এক ঘণ্টা আগে অনুশীলন করতে চলে এসেছিলেন। দলের তিন থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে, রাঘবেন্দ্র এবং দয়ানন্দ গরানির বিরুদ্ধে বেশ কিছু ক্ষণ অনুশীলন করেন। অনুশীলন শুরু আগে এবং মাঝেও কয়েক বার রোহিত বুঝিয়ে দেন, তাঁকে কী ভাবে বল ছুড়তে হবে। পরে বাংলার দুই জোরে বোলার আকাশ দীপ এবং মুকেশ কুমারের বলেও কিছু ক্ষণ অনুশীলন করেন রোহিত।

প্রথম দফার অনুশীলনের পর আবার পরে নেটে সকলের সঙ্গে ব্যাট করেন তিনি। তা দেখেই মনে করা হচ্ছে ব্যাটিং অর্ডারের নতুন জায়গার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement