Rohit Sharma-Mohammed Shami

রোহিত-শামির সম্পর্কে ফাটল? অধিনায়কের প্রশংসার পরের দিনই প্রকাশ্যে অন্য ঘটনা

রবিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মহম্মদ শামির প্রশংসা করেছিলেন রোহিত শর্মা। তার পরের দিন, সোমবার প্রকাশ্যে এল নতুন ঘটনা। জানা গিয়েছে, অতীতে ফিটনেস নিয়ে রোহিতের মন্তব্যে খুশি হতে পারেননি শামি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা, মহম্মদ শামি (ডান দিকে)। —ফাইল ছবি।

রবিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মহম্মদ শামির প্রশংসা করেছিলেন রোহিত শর্মা। জানিয়েছিলেন, সিরিজ়ের পরের দিকে শামির খেলার ব্যাপারে তিনি আশাবাদী। তার পরের দিন, সোমবার প্রকাশ্যে এল নতুন ঘটনা। জানা গিয়েছে, অতীতে তাঁর ফিটনেস নিয়ে যে মন্তব্য রোহিত করেছিলেন তাতে একেবারেই খুশি হতে পারেননি শামি। দু’জনের সম্পর্কে ফাটল তৈরি হওয়ার ইঙ্গিত দেখা গিয়েছে।

Advertisement

বেঙ্গালুরুতে ভারত বনাম নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টের সময় দলের সঙ্গে দেখা করেছিলেন শামি। তখনও বাংলার হয়ে খেলতে নামেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছিলেন। সেই সময়েই রোহিতের সঙ্গে তাঁর উত্তপ্ত বাদানুবাদ হয়েছে বলে জানা গিয়েছে।

এক সংবাদপত্রের দাবি, বেঙ্গালুরুতে প্রথম টেস্টের আগেই নিউ জ়‌িল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ়ে শামিকে পাওয়া যাবে কি না, সেই প্রশ্নের জবাবে বাংলার পেসারের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। প্রথম টেস্টের আগে রোহিতের সঙ্গে দেখা করেছিলেন শামি। তখনই অধিনায়কের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তাঁর। রোহিতের মন্তব্যে শামি খুশি হতে পারেননি বলে দাবি করা হয়েছে।

Advertisement

শামি সেই সময় দাবি করেছিলেন, তিনি সম্পূর্ণ ফিট। তবে রোহিত সংশয় প্রকাশ করে জানিয়েছিলেন, শামি হয়তো ১০০ শতাংশ ফিট নন। এই মন্তব্য শামির কানে যেতে তিনি অসন্তুষ্ট হন।

অ্যাডিলেডে শামিকে নিয়ে রোহিতের মন্তব্যেও ফিটনেস প্রসঙ্গ উঠে এসেছে। রোহিত বলেছিলেন, “শামি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জন্য দরজা খোলা রয়েছে।” তার পরেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের নজর রয়েছে শামির দিকে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে ছোট একটা সমস্যা হয়েছে। তাতে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে নিয়ে এসে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা। তাতে নতুন সমস্যা তৈরি হতে পারে। ১০০ শতাংশ ফিট হয়েই ফেরা উচিত। তা ছাড়া, ও দীর্ঘ দিন খেলার মধ্যে নেই। দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপে ফেলতে চাই না।’’ যদিও সোমবার বাংলার ম্যাচে শামি যে ভাবে বল করেছেন তাতে মনে হয়নি তাঁর চোট রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement