Mohammed Shami

১৭ বলে ৩২, ১৩টি ডট বল, বাংলাকে সৈয়দ মুস্তাকের কোয়ার্টারে তুললেন শামি

আরও ছন্দে দেখাচ্ছে মহম্মদ শামিকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কম যাচ্ছেন না। সোমবার বাংলাকে প্রায় একার হাতেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন শামি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭
Share:

মহম্মদ শামি। ছবি: পিটিআই।

যত বেশি ম্যাচ খেলছেন ততই বেশি ছন্দে দেখাচ্ছে মহম্মদ শামিকে। ক্ষুরধার বোলিং করার জন্য তিনি বিখ্যাত। তবে ব্যাট হাতেও কম যাচ্ছেন না। সোমবার বাংলাকে প্রায় একার হাতেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন শামি। চণ্ডীগড়কে তিন রানে হারাল বাংলা।

Advertisement

এ দিন আগে ব্যাট করতে নামলেও চণ্ডীগড়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলা। ২১ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। অভিষেক পোড়েল (৮), সুদীপ ঘরামি (০), শাকির হাবিব গান্ধী (১০) সাজঘরে ফিরে যান। ঋত্বিক চট্টোপাধ্যায়ের (২৮) সঙ্গে জুটি বাঁধেন করণ লাল (৩৩)।

ঋত্বিক ফেরার পর আবারও চাপে পড়ে বাংলা। পর পর হারায় শাহবাজ়‌ আহমেদ (৭), করণকে। দু’রানের ব্যবধানে অগ্নিভ পান (৬) এবং কণিষ্ক শেঠ (১) ফেরেন। এর পরেই শুরু হয় ‘শামি শো’। সন্দীপ শর্মার এক ওভারে ১৯ রান নেন শামি। তিন চার এবং দু’টি ছয় মেরেছেন তিনি। শেষ দশ বলে ওঠে ২১ রান। বাংলা পৌঁছে যায় ১৫৯ রানে।

Advertisement

বল করতে নেমে প্রথম স্পেলে তিন ওভার করেন শামি। ফিরিয়ে দেন ওপেনার আরসালান খানকে। তবে সায়ন ঘোষের (৪-৩০) বোলিং জেতায় বাংলাকে। শেষ ওভারে জিততে চণ্ডীগড়ের ১১ রান দরকার হলেও সাত রানের বেশি তুলতে পারেনি তারা।

সৈয়দ মুস্তাকে ১৬ দিনে আটটি ম্যাচ খেলেছেন শামি। প্রতিটিতেই প্রায় পুরো ওভার বল করেছেন। চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফেরার সময় শামির ওজন বেশি মনে হয়েছিল। এখন সেই ওজন ঝরে অনেক বেশি ফিট দেখাচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই। তবে শামি যে তৈরি সেটা বাংলার হয়ে বোলিং করে বুঝিয়ে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement