Barkha Bisht Sengupta

বিপাশার স্বামীর সুঠাম শরীরে মন মজেছিল বরখা বিস্তের! আজও নাকি ভালবাসেন কর্ণকে?

একা ইন্দ্রনীল নয়, বরখার মন ভাঙেন বিপাশা বসুর স্বামী কর্ণ সিংহ গ্রোভারও। কী কারণে প্রেম ভাঙে তাঁদের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১২:৫৪
Share:

স্বামী ইন্দ্রনীল একা নন, বরখার মন ভাঙেন কর্ণও। ছবি: সংগৃহীত।

স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত নাকি ঠকিয়েছেন, এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী বরখা বিস্ত। তুলেছেন পরকীয়ার অভিযোগ। তাঁদের প্রায় ১৫ বছরের দাম্পত্য ভাঙনের পথে। ইতিমধ্যে আলাদা থাকছেন, বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। যদিও বিয়ে বাঁচানোর সব রকম চেষ্টাই করেছিলেন বরখা, ফল মেলেনি।

Advertisement

তবে, একা ইন্দ্রনীল নয়। বরখার মন ভেঙেছেন বিপাশা বসুর স্বামী কর্ণ সিংহ গ্রোভারও। কী ভাবে? জানালেন বরখা নিজেই।

সেই সময় সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী। ২০০৪ সালে ‘কিতনি মস্ত হ্যায় জ়িন্দগি’ নামের এক ধারাবাহিকে কাজ করেন বরখা। সহ-অভিনেতা হিসাবে ছিলেন কর্ণ সিংহ গ্রোভার। কর্ণ বয়সে ছোট হলেও তাঁর প্রেমে পড়েন বরখা। অভিনেতার নরম স্বভাব তাঁর মন কেড়েছিল। প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু তার পর পথ আলাদা হয় তাঁদের। বরখার কথায়, ‘‘কর্ণ মানুষটা খুব দয়ালু ছিল, সহজাত ভাবেই দয়া বিষয়টা ছিল ওর মধ্যে, সেটাই আমাকে আকৃষ্ট করেছিল। মুম্বইতে বেশির ভাগ মানুষ এক্কেবারেই দয়ালু নন। তাই, ওর এই স্বভাব দেখে, আমি আকৃষ্ট হই। তার উপর ওর সুঠাম শরীর ছিল। আমার বয়স মাত্র ২৩ বছর! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা দু’জনে দু’রকম মানুষ হয়ে যাই। আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়।” বরখা জানিয়েছেন, মুম্বইতে সে বারই প্রথম তাঁর মন ভেঙেছিল। একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

Advertisement

যদিও কর্ণের উপর কোনও রাগ নেই বরখার। বরং এখনও তাঁর প্রতি ভালবাসা রয়েছে এবং কর্ণের মঙ্গলকামনাই করেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement