রোহন বোপান্না। —ফাইল চিত্র।
ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্না। ম্যাট এবডেন এবং তাঁর জুটি ৭-৬, ৬-১ ব্যবধানে হারিয়েছেন নাথানিয়েল ল্যামন্স এবং জ্যাকসন উইথরো জুটিকে। গত উইম্বলডনেও সেমিফাইনালে উঠেছিলেন বোপান্না।
২০১০ সালে শেষ বার কোনও গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছিলেন বোপান্না। সেই এক বারই। গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ অবশ্য পাননি। গত উইম্বলডনে আশা তৈরি করেও শেষ চারের লড়াইয়ে হেরে গিয়েছিলেন। ৪৩ বছরের বোপান্নাকে নিয়ে আবার আশা দেখছেন ভারতীয় টেনিসপ্রেমীরা।
ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে বোপান্না-এবডেনের জুটি ষষ্ঠ বাছাই। ভাল ফর্মে রয়েছেন দু’জনেই। কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে আমেরিকার তরুণ জুটি লড়াই করলেও দ্বিতীয় সেটে দাঁড়াতে পারেনি। ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে শেষ চারে জায়গা পাকা করে নেন তাঁরা। এ বছর ভাল ফর্মে আছেন বোপান্না। দীর্ঘ দিন পর এটিপি ডাবলস ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে এসেছেন।
অস্ট্রেলিয়ার এবডেনের সঙ্গে জুটি বেঁধেই উইম্বলডনের শেষ চারে পৌঁছেছিলেন তিনি। কাতার ওপেন এবং ইন্ডিয়ান ওয়েলস ওপেন জিতেছেন তাঁরা। রটারড্যাম এবং মাদ্রিদ ওপেনের ফাইনালেও উঠেছেন। বছর শেষে ট্যুর ফাইনালের দৌড়ে তিন স্থানে রয়েছেন বোপান্নারা। এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় বিশ্বের সেরা আটটি জুটি।