ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
মাঠে রোহিত শর্মার নানা কথা ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। অধিনায়কের মতো উইকেটরক্ষক ঋষভ পন্থেরও বিভিন্ন মন্তব্য শুনতে পান ক্রিকেটপ্রেমীরা। ব্যতিক্রম হল না কানপুর টেস্টের প্রথম দিনও। বাংলাদেশের ইনিংসের ৩৩তম ওভারে শোনা গেল পন্থের টিপ্পনী।
বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৩তম ওভারের প্রথম বল সুইপ করার চেষ্টা করেন বাংলাদেশের ব্যাটার মোমিনুল হক। তাঁর ব্যাটের সঙ্গে বলের ঠিকমতো সংযোগ হয়নি। বলের লাইন মিস করেন মোমিনুল। বল তাঁর ব্যাট সামান্য ছুঁয়ে প্যাডে লাগে। এলবিডব্লিউের আবেদন করেন পন্থ। কিন্তু আম্পায়ার তাঁর আবেদন সাড়া দেননি। সঙ্গ দেননি অশ্বিনও। তিনি ইশারা করে পন্থকে বলেন, বল ব্যাটে লেগে মোমিনুলের প্যাডে লেগেছে।
এর পরেই শোনা যায় পন্থের টিপ্পনী। ভারতীয় দলের উইকেটরক্ষককে বলতে শোনা যায়, ‘‘ওর হেলমেটে বল লাগলেও এলবিডব্লিউ নেব।’’ পন্থ মোমিনুলের উচ্চতার কথা বলে তাঁকে চাপে রাখার চেষ্টা করেন। উল্লেখ্য, মোমিনুলের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
পন্থ নিজেও খুব একটা লম্বা নন। সে সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর। তিনিও পন্থের টিপ্পনী শুনে হেসে ফেলেন। বলেন, ৫ ফুট উচ্চতার এক জন আর এক জন ৫ ফুট উচ্চতার মানুষের সঙ্গে মজা করছে।