India Vs Bangladesh

কানপুর টেস্ট ড্র হলে কতটা ক্ষতি রোহিতদের, টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড়ে শীর্ষ স্থান ধরে রাখা যাবে?

বাংলাদেশের পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ় রয়েছে ভারতের। তার পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলতে হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। রোহিতদের সামনে কঠিন সূচি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩
Share:

রোহিত শর্মা। ছবি: বিসিসিআই।

ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। কানপুরের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বভাবতই এই ম্যাচের ফলাফল নিয়ে তৈরি হয়েছে সংশয়। জিততে না পারলে পয়েন্ট নষ্ট হবে রোহিত শর্মার দলের। তাতে প্রভাব পড়তে পারে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়েও।

Advertisement

কানপুর টেস্টের আগে পর্যন্ত টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে প্রথমে রয়েছে ভারত। ভারতের পয়েন্ট শতাংশ (যার উপর ভিত্তি করে ফাইনালে কোন দু’দল যাবে, তা ঠিক হবে) ৭১.৬৭। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের পয়েন্ট শতাংশ ৬২.৫০। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৫০। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের পয়েন্ট শতাংশ ৪২.৮৬। গলে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলছে শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড। ভারত পয়েন্ট নষ্ট করলে স্বভাবতই লড়াই আরও কঠিন হয়ে যাবে। শ্রীলঙ্কা বা নিউজ়িল্যান্ড পয়েন্ট পেয়ে দৌড়ে এগিয়ে আসতে পারে।

কানপুর টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হলে রোহিতেরা পাবেন ৪ পয়েন্ট। সে ক্ষেত্রে সম্ভাব্য ১৩২ পয়েন্টের মধ্যে (১টি টেস্টে ১২ পয়েন্ট সর্বোচ্চ পাওয়া যায়) ৯০ পয়েন্ট হবে ভারতের। পয়েন্ট শতাংশ হবে ৬৮.১৮। তা হলেও রোহিতেরা অস্ট্রেলিয়ার উপরে থাকবেন। অন্য দিকে, শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ড্র হলে দু’দলই পাবে ৪ পয়েন্ট করে। ফলাফল হলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা জিতলে সম্ভাব্য ১০৮ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ হবে ৬০ পয়েন্ট। পয়েন্ট শতাংশ হবে ৫৫.৫৫। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ড জিতলে সম্ভাব্য ৯৬ পয়েন্টের মধ্যে ৪৮ পয়েন্ট পাবে। তাদের পয়েন্ট শতাংশ হবে ৫০। গলের টেস্ট ড্র হলে শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের পয়েন্ট শতাংশ হবে যথাক্রমে ৫৬.১৬ এবং ৪১.৬৬। অর্থাৎ গলে জিতলেও শ্রীলঙ্কা বা নিউ জ়িল্যান্ড টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে প্রথম দুইয়ে আসতে পারবে না।

Advertisement

তবু উদ্বেগ থাকবেই ভারতীয় শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পুরো ১২ পয়েন্ট ঘরে তুলে আরও ভাল জায়গায় চলে যাওয়া লক্ষ্য রোহিতদের। আবহাওয়ার জন্য ম্যাচ অমীমাংসিত থাকলে ৮ পয়েন্ট হাতছাড়া হবে ভারতের। এর পর তুলনায় শক্তিশালী নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ় রয়েছে ভারতের। তার পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলতে হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। ভারতের সামনে এ বার কঠিন সূচি। কানপুরের পয়েন্ট নষ্ট হলে চাপ তৈরি হতেই পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement