ঋষভ পন্থ। —ফাইল ছবি।
ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে আবার টেস্ট ক্রিকেটে ফিরেছেন তিনি। প্রত্যাবর্তনের টেস্টেই শতরান করেছেন। এর পরে স্বাভাবিক ভাবেই ফুরফুরে থাকার কথা ঋষভ পন্থের। কিন্তু ছবিটা হঠাৎ উল্টো হয়ে গিয়েছে। রেগে গিয়েছেন ঋষভ!
কিন্তু কেন? তাঁর আইপিএল দল ছাড়া নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। আইপিএলে ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। এ বার আবার আইপিএলে মহানিলাম হবে। যেখানে ক্রিকেটারদের ছেড়ে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজ়িরা। আবার ক্রিকেটাররাও চাইলে দলত্যাগ করতে পারেন। এই অবস্থায় সমাজমাধ্যমে ঋষভকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে। এক্সে (সাবেক টুইটার) এক ব্যক্তি লেখেন, ‘‘গত সপ্তাহে ঋষভ পন্থের ম্যানেজার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রস্তাব দিয়েছিল ঋষভকে দলে নেওয়ার জন্য। ঋষভ অধিনায়ক হতে চেয়েছিল। কিন্তু আরসিবি রাজি হয়নি। বিরাট কোহলি চায়নি ঋষভ আরসিবি-তে আসুক।’’
সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই ‘খবর’। যার পরে ক্ষুব্ধ ঋষভ পাল্টা লেখেন, ‘‘সমাজমাধ্যমে এই ধরনের ভুল খবর আপনারা ছড়ান কেন? কোনও কারণ ছাড়াই অবিশ্বাসের একটা পরিবেশ তৈরি করবেন না। জানি, এই রকম খবর ছড়ানো এ বারই প্রথম নয়। দয়া করে আপনাদের সূত্রদের থেকে ঠিক খবর সংগ্রহ করবেন।’’
এরই মধ্যে আবার ঋষভকে নিয়ে অস্ট্রেলিয়ায় চর্চা চলছেই। এ দিন আবার মিচেল মার্শ আক্ষেপ করেছেন ঋষভ কেন অস্ট্রেলীয় নন বলে! দিল্লি ক্যাপিটালসে ঋষভের সঙ্গে খেলেছেন মার্শ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘‘ঋষভ ভয়ঙ্কর ক্রিকেটার। ও যদি অস্ট্রেলীয় হত, কত ভাল হত। গত দু’বছরে ওর উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা গিয়েছে। কিন্তু রাজার মতো ফিরে এসেছে।’’