রঞ্জির ম্যাচে রবীন্দ্র জাডেজা। ছবি: সমাজমাধ্যম।
শুক্রবার দিনের শুরুতেই ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। সাফল্য পেলেন না ঋষভ পন্থও। রঞ্জি ট্রফিতে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচের দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে পারলেন না তিনি। আউট হলেন জাতীয় দলের সতীর্থ রবীন্দ্র জাডেজার বলে। তারকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র জাডেজাই সফল। দুই ইনিংস মিলিয়ে ১২টি উইকেট নিয়েছেন তিনি।
প্রথম ইনিংসে মাত্র এক রান করেছিলেন পন্থ। দ্বিতীয় ইনিংসে চেষ্টা করেছিলেন বেশি ক্ষণ ক্রিজ়ে থাকার। সফল হননি। ২৬ বলে ১৭ রান করার পর জাডেজার বলে শেলডন জ্যাকসনের হাতে ক্যাচ দেন। দিল্লি ম্যাচটি হেরেছে ১০ উইকেটে।
জাডেজা অতীতে নিয়মিত রঞ্জি খেলতেন। দেখা গিয়েছে, ভারতের পিচের চরিত্র এখনও ভুলে যাননি তিনি। স্পিন সহায়ক উইকেটে দিল্লির ব্যাটারদের নাজেহাল করে দেন জাডেজা। দ্বিতীয় ইনিংসে সাতটি উইকেট নিয়েছেন তিনি। সতীর্থ বোলার ধর্মেন্দ্র সিংহ জাডেজা যোগ্য সঙ্গত দিয়েছেন। দুই জাডেজা মিলে দিল্লির ১৬টি উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে দিল্লির ১৮৮ রানের জবাবে দিল্লি তুলেছিল ২৭১ রান। দ্বিতীয় ইনিংসে দিল্লি অলআউট হয়ে যায় মাত্র ৯৪ রানে। প্রয়োজনীয় ১২ রান একটিও উইকেট না হারিয়ে তুলে নিয়েছে সৌরাষ্ট্র।