India vs England

অধিনায়ক নন, দলের নেতা হতে চান, চেন্নাইয়ে দ্বিতীয় টি২০-তে নামার আগে বললেন সূর্যকুমার

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার আগেও কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ়‌ে নেতৃত্ব দিয়েছেন। তবে ভারতীয় দলে তিনি অধিনায়ক নন, বরং থাকতে চান নেতা হিসাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৩
Share:

চেন্নাই বিমানবন্দরে সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার আগেও কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ়‌ে নেতৃত্ব দিয়েছেন। তবে ভারতীয় দলে তিনি অধিনায়ক নন, বরং থাকতে চান নেতা হিসাবে। দলের সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চান। চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে বললেন সূর্যকুমার যাদব।

Advertisement

সূর্যকুমারের নেতৃত্বে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। জিতেছে ১৫টিতে। অর্থাৎ অধিনায়ক হিসাবে ৮০ শতাংশ ম্যাচেই জিতেছেন সূর্য। সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমি শুধুমাত্র অধিনায়ক হিসাবে থাকতে চাই। দলের নেতা হয়ে উঠতে চাই। যদি দল হিসাবে কিছু অর্জন করতে হয় তা হলে সবাইকে একমত হতে হবে। সতীর্থদের ছোট ছোট জিনিসে মন দিতে বলি। ক্রিকেটের সাধারণ নিয়ম, মাঠ এবং মাঠের বাইরে স্বভাব ভাল রাখা, এগুলোয় জোর দিতে বলি। মাঠে নামলে ওদের বলি, নিজের সেরাটা দাও এবং যা হচ্ছে সেটা উপভোগ করো।”

রোহিত শর্মা গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমারকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে হার্দিক পাণ্ড্যকে নেতার চরিত্রে ভাবা হলেও সূর্য সেই জায়গা নিয়েছেন।

Advertisement

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নাম ঘোষণার মুহূর্ত খুব আবেগপ্রবণ ছিল সূর্যের কাছে। তিনি বলেছেন, “আমি পরিবারকে ফোন করেছিলাম। খুব ভাল কথাবার্তা হয়েছিল। তার গভীর নিঃশ্বাস নিয়ে মুহূর্তটা উপভোগ করেছিলাম এবং উচ্ছ্বাসে মেতে উঠেছিলাম। সেই দিন বাড়িতেই ছিলাম। স্ত্রীর সঙ্গে কিছু খাবার রান্না করেছিলাম। সে দিনেই সন্ধ্যাটা খুব ভাল কেটেছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement