—ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বৃহস্পতিবার শহরে এসেছিলেন রিঙ্কু সিংহ এবং নীতীশ রানা। কলকাতায় এসে তাঁরা চড়লেন হলুদ ট্যাক্সি। ইডেনের ভিতরেই একটি বিজ্ঞাপনের জন্য সেই ট্যাক্সিতে উঠলেন তাঁরা।
এক দিনের জন্য কলকাতায় এসেছিলেন রিঙ্কুরা। ছিলেন নাইটদের সহকারী কোচ অভিষেক নায়ার এবং বোলিং কোচ ওমকার সালভি। ইডেনের ইন্ডোরে নাইট রাইডার্স দলের তরফে নায়াররা এসে প্রশিক্ষণ দিলেন ৪০ জন খুদে ক্রিকেটারকে। ছিলেন বাংলার অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা এবং অনূর্ধ্ব-১৮ মেয়র্স কাপ প্রতিযোগিতার জয়ী দল। সেই ক্রিকেটারদের এক দিনের প্রশিক্ষণ শিবির করল কেকেআর।
ট্যাক্সি চড়লেন রিঙ্কু সিংহ এবং নীতীশ রানা। ছবি: নেটমাধ্যম
আগামী বছর আইপিএল ফিরতে পারে চেনা ফরম্যাটে। কলকাতায় খেলতে পারেন নাইটরা। তার আগে ইডেনে এসে ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে গেলেন রিঙ্কুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনি মেয়র্স কাপ প্রতিযোগিতার জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ছিলেন সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাস।